ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কবি টোকন ঠাকুর গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৯, ২৫ অক্টোবর ২০২০   আপডেট: ২১:৪৫, ২৫ অক্টোবর ২০২০
কবি টোকন ঠাকুর গ্রেপ্তার

কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) রাতে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিউমার্কেট থানার ওসি (তদন্ত) ইয়াসিন আলি রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘অর্থ ঋণ আদালতের একটি মামলায় টোকন ঠাকুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়। সেই পরোয়ানা বলেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) টোকন ঠাকুরকে আদালতে হাজির করা হবে।’

জানা গেছে, টোকন ঠাকুর ২০১৩ সালে শহীদুল জহিরের গল্প ‌‘কাঁটা’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান পান। অনুদানের ৩৫ লাখ টাকার মধ্যে ১৩ লাখ টাকা তথ্য মন্ত্রণালয় থেকে তুলে নিলেও ওই চলচ্চিত্রের কোনও কাজ করেননি তিনি। সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তথ্য মন্ত্রণালয়ের পক্ষে টোকন ঠাকুরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলায় চলতি মাসের ৩ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে টোকন ঠাকুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ