ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কোটা বাদ দিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ২৬ অক্টোবর ২০২০  
কোটা বাদ দিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগে লিগ্যাল নোটিশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে কোটা বাতিল করে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভুইয়া আবদেনকারী প্রার্থী মো. তারেক রহমানের পক্ষে এ নোটিশ পাঠান।

সোমবার (২৬ অক্টোবর) আইনজীবী একলাছ উদ্দিন ভুইয়া নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্ত্রিপরিষদ সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশের তথ্য অনুসারে, সরকার ২০১৮ সলের ৪ অক্টোবর একটি পরিপত্র জারি করে। সেখানে বলা হয়, ৯ম গ্রেড ও ১০ম-১৩ম গ্রেডের পদে সরাসরি নিয়োগে ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিল করা হলো। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৮ অক্টোবরের নিয়োগ বিজ্ঞপ্তিতে ১৩ ও ১৪ নম্বর অনুচ্ছেদে কোটা প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। যা ২০১৮ সালের ৪ অক্টোবরের সিদ্ধান্তের পরিপন্থী।

নোটিশ দাতা ২০ শতাংশ পৌষ্য কোটা কেন বাতিল করা হবে না তা জানতে চান। পুরুষ প্রার্থীর জন‌্য শুধু ২০ শতাংশ বরাদ্দা রাখা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে এ ‘বৈষম্যমূলক’ কোটা ব্যবস্থার নিয়োগ কার্যক্রম স্থগিত করে সংশোধিত ১ম ও ২য় শ্রেণির কোটা বিধির বর্তমান পরিপত্র মেনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য অনুরোধ করা হয়। অন্যথায় জনস্বার্থে হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

ঢাকা/মেহেদী/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়