ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ৩০ অক্টোবর ২০২০   আপডেট: ১৭:০৩, ৩০ অক্টোবর ২০২০
চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস অনুষ্ঠিত

চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস

বন্দরনগরী চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে নগরীর ষোলশহরস্থ আলমগীর খানকায়ে কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া প্রাঙ্গণ থেকে জশনে জুলুস শুরু করা হয়। শোভাযাত্রাটি নগরীর মুরাদপুর, ২ নম্বর গেট হয়ে ওয়াসা মোড় ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।

প্রতিবছর জশনে জুলুসে পাকিস্তান থেকে আসা আওলাদে রাসুল আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (মা.জি.আ.) নেতৃত্ব দিলেও এবছর তিনি আসেননি। এবার জুলুসে নেতৃত্ব দেন আনজুমানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন, সেক্রেটারি মোহাম্মদ আনোয়ার হোসেন, গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, জামেয়ার অধ্যক্ষ মুফতি অছিউর রহমান আল কাদেরি প্রমুখ।

করোনা মহামারি ও জুমার নামাজের কারণে এবার জুলুসের রোডম্যাপ সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

উল্লেখ্য, ১৯৭৪ সাল থেকে প্রতিবছর ১২ রবিউল আউয়াল চট্টগ্রামে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় জশনে জুলুস করা হচ্ছে।

রেজাউল/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়