ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বিস্ময়কর অভিযাত্রা

নাজমুন নাহার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৮, ১৬ নভেম্বর ২০২০   আপডেট: ০৯:১৪, ১৬ নভেম্বর ২০২০
বিস্ময়কর অভিযাত্রা

জর্জিয়া সীমান্তে লেখক

পৃথিবীর যত বিস্ময় সব তোমার মাঝে খুঁজে পেয়েছি।

আর কিছুটা অপেক্ষা-

আমি যাব তোমাকে বুকে ধারণ করে সহস্ত্র মাইল।

জিবুতির মরু থেকে মোগাদিসুর নীল সমুদ্র এখনো পড়ে আছে কিছু উষ্ণ স্মৃতি দেওয়ার অপেক্ষায়।

এখনো শোনার অপেক্ষায় আছি ইরাকের সীমান্ত শহরের এরবিলের জলিল কিয়াত মসজিদ থেকে ভেসে আসা আযানের সুর।

এখনো তাদের সিভিলাইজেশন জাদুঘরের প্রতিচ্ছবি যেন অপেক্ষায় প্রহর গুনছে।

আমি তোমাকে বুকে নিয়ে ছুঁয়ে দেখবো অনর্গল সীমান্ত শহরের বিস্ময় থেকে বিস্ময়ে।

ক্যামেরুনের দোয়ালা শহর থেকে গাবন কিংবা অ্যাঙ্গোলার লুয়ান্ডা শহরে।

এখনো আমার স্বপ্ন ডাক বাজে কারাকোরাম পর্বতের গ্লেসিয়ারে তোমাকে বুকে নিয়ে হাঁটার প্রত্যয়ে।

এখনো অপেক্ষা করছি নামিবিয়ার উইন্ডহুক শহরে খুব ভোরে পাখির কিচিরমিচির শব্দে ঘুম থেকে জেগে উঠতে।

মেক্সিকো এয়ারপোর্টে লেখক

এখনো ইচ্ছে করে আটলান্টিক কিংবা ভূমধ্যসাগরের একটুখানি নীল জল নিয়ে তোমাকে ছুঁয়ে দেই।

ইচ্ছে করে এরিত্রিয়ার ডাহলাক সমুদ্র সৈকতে লাল সমুদ্রের দিকে তাকিয়ে ওপারের ইয়েমেনের পারিম দ্বীপে হারিয়ে যাই।

তারপর-

উত্তর সুদান থেকে দক্ষিণ সুদানের যাত্রাপথে ত্রাহি ত্রাহি আকাশ ভেঙে বেরিয়ে আসা রোদেলা দুপুরের মুক্ত হাসিতে তোমাকে বলি ভালোবাসি-

শান্ত হও হে পৃথিবী! তোমার মাঝে ফিরে আসি বারবার। তোমাকে ভালোবাসি। তুমি ভালোবাসার।
পৃথিবীর বিস্ময়ে অভিযাত্রা

লেখা: বাংলাদেশের পতাকাবাহী প্রথম বিশ্বজয়ী নারী নাজমুন নাহারের ফেসবুক ওয়াল থেকে। 

ঢাকা/বুলাকী

সর্বশেষ

পাঠকপ্রিয়