ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘দইওয়ালায়’ জীবনের চাকা ঘুরছে নাজিরের 

মিফতাউল জান্নাতি সিনথিয়া  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ১৬ নভেম্বর ২০২০  
‘দইওয়ালায়’ জীবনের চাকা ঘুরছে নাজিরের 

নাজির উদ্দিন পারভেজ, জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রাম জেলার সন্তোষপুর গ্রামের সন্দ্বীপ উপজেলায়। মধ্য সন্তোষপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেন তিনি। চট্টগ্রাম মিরসরাই ডিগ্রি কলেজ ও সরকারি কমার্স কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও ডিগ্রিতে পড়াশোনা করে ঢাকায় স্থানান্তরিত হন। এখন দুই সন্তান ও স্ত্রী নিয়ে ঢাকার মিরপুরে বসবাস করেন নাজির। 

পরবর্তী সময়ে তিনি চাকরির পাশাপাশি মিরপুর সরকারি বাংলা কলেজ, ঢাকা থেকে হিসাব বিজ্ঞানে মাস্টার্স শেষ করেন। নিউটেক্স ডায়িং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড গ্রুপে ৮ বছর ও তিথি টেক্সটাইল মিলস লিমিটেডে ২ বছর কমার্শিয়াল ম্যানেজার পদবীতে ছিলেন তিনি। দীর্ঘ ১০ বছরের চাকরিজীবন ছেড়ে নিজস্ব স্বাধীনতায় উদ্যোক্তা হতে কাজ করেন। ২০১৯ সালের ১৪ ডিসেম্বর তার শ্রদ্ধেয় শিক্ষক রাজিব আহমেদের দিকনির্দেশনায় ‘দইওয়ালা’ নামে ডোমেইন কিনে নেন। শুরু হয় মার্চ ২০২০ থেকে দইওয়ালা পেজের কার্যক্রম।  অনলাইন পেজের মাধ্যমে যাত্রা শুরু হয় নাজির উদ্দিনের উদ্যোক্তা জীবন।

নাজির উদ্দিন বলেন, ‘বেসরকারি চাকরিতে কাজের সঠিক মূল্যায়ন সবসময় থাকে না। একটানা গতানুগতিক কাজ করে হাপিয়ে উঠেছিলাম। জেদ করে চাকরি ছেড়ে দিয়ে সিদ্ধান্ত নেই বিদেশ চলে যাবার। আমার সিদ্ধান্ত হয়তো তখন ভুল ছিল ভেবেছিলাম। কারণ, বিদেশ যেতে প্রয়োজন ইংরেজিতে দক্ষতার। ইংরেজি শেখার উদ্দেশ্য নিয়ে ই-ক্যাব (ই- কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) এর  সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান ‘সার্চ ইংলিশ’ গ্রুপের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় রাজিব আহমেদ স্যারের অনলাইন কর্মশালা, পোস্ট, কমেন্ট ও বিভিন্ন অফলাইন ইভেন্টে যোগ দিয়ে অনেক কিছু জানতে পারি। সেখান থেকেই মূলত ই-কমার্স নিয়ে জানার আগ্রহ তৈরি হয়।’  

তিনি আরও বলেন, ‘ফেসবুক গ্রুপ উইতে (উইমেন অ্যাান্ড ই- কমার্স ) পোস্ট, কমেন্ট ও মিটআপ প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে পরিচিত করে তুলি নিজেকে। ব্যবাসা নিয়ে জানতে যোগদান করি ডিএসবি (ডিজিটাল স্কিল ফর বাংলাদেশ) ফেসবুক গ্রুপের অনলাইন কর্মশালায়। মাছ নিয়ে কাজ করার আগ্রহ থাকলেও রাজিব আহমেদ স্যারের পরামর্শে কাজ শুরু করি দেশের বিভিন্ন জেলার দই নিয়ে। জানুয়ারি ২০২০ এর দিকে উইর একটি মিটআপে অস্ট্রেলিয়া প্রবাসী রবিন ভাইয়ের সংবর্ধনায় ৮০ জনকে বগুড়ার দই খাওয়ানোর সুযোগ হয়। তখন থেকে নিজের নামের সঙ্গে দইওয়ালা ব্র্যান্ড যুক্ত হয় ও তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।’

নাজির উদ্দিন বলেন, ‘দইওয়ালা পেজের সিগনেচার পণ্য ডায়বেটিস রোগীদের জন্য আদর্শ দই, যা কম মিষ্টি বা সাদা দই হিসেবেও পরিচিত। বর্তমানে বগুড়ার ব্র্যান্ডের দই নিয়ে কাজ করি। এছাড়াও রয়েছে দেশের বিভিন্ন জেলার দই ও মিষ্টান্ন। দইওয়ালা পেজের সোর্সকৃত পণ্য বিএসটিআইয়ের অনুমোদিত ও কারখানাটি আইএসও সার্টিফাইড। বর্তমানে দইওয়ালা পেজের ক্রেতা ১২’শর বেশি, রিভিউ আছে ৩০০, পুনরায় কিনেছেন এমন ক্রেতা দুইশ’র বেশি, মোট দই বিক্রি ৫ হাজার সরা (মাটির তৈরি পাত্র) ও মিষ্টি বিক্রি প্রায় ১০০ কেজি। এখন আমি ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে দই ও মিষ্টি হোম ডেলিভারি দিয়ে থাকি।’

‘‘আমি মনে করি, যতটুকু পরিশ্রম করব, দিন শেষে ততটুকুই আমার ঝুড়িতে আসবে। আগে কাজ করতাম কোম্পানির প্রতিনিধি হিসেবে, এখন আমার কোম্পানির প্রতিনিধি আমি। আমার উদ্যোগ নিয়ে কাজ করে দিন শেষে আমি আত্মতৃপ্তি পাই। আর এখান থেকেই উদ্যোক্তা হওয়া, যা আমার চাকরিজীবনে কোনোদিন পাইনি।

বর্তমানে আমার কোম্পানির নিজস্ব লোগো, ব্যাগ, ব্যাংক হিসাব, ট্রেড লাইসেন্স, মার্চেন্ট বিকাশ নম্বর ও ভিজিটিং কার্ড রয়েছে। আমি আমার পণ্য দেশের প্রতিটি বিভাগে পৌঁছে দিতে চাই। ভবিষ্যতে আমার নিজস্ব ফ্যাক্টরিতে দই উৎপন্ন হবে। সফল স্টার্টআপ কোম্পানি হিসেবে নিজের প্রতিষ্ঠানকে দাঁড় করাবো সেই লক্ষ্য নিয়েই কাজ করছি।’’

দইওয়ালা পেজের ক্রেতা মনিকা আহমেদ বলেন, ‘আমি নাজির ভাইকে চিনি ফেসবুক গ্রুপ উইতে (উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম) জয়েন করার কিছু দিন পর থেকেই। নাজির একটা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। উই থেকে আয়োজিত ঢাকার বিভিন্ন ইভেন্টগুলোতে তিনি কাজের ফাঁকে আসতেন ও আমাদের সঙ্গে গল্প করতেন। এভাবে ধীরে ধীরে তিনি সবার পরিচিত মুখ হয়ে ওঠেন।’

করোনাকালীন ৮ হাজার টাকার দই নিয়ে অনলাইন ব্যবসা শুরু করে মাত্র আট মাসে বিক্রি দাঁড়িয়েছে ১২ লাখ টাকারও বেশি নাজির উদ্দিনের। বর্তমানে তার দইওয়ালা পেজের বেশিরবাগ ক্রেতা উই থেকে আসেন। নাজির উদ্দিনের উদ্যোক্তা জীবনে উই নামক ফেসবুক গ্রুপের অবদান ছিল লক্ষ্যণীয়। ‘বিশুদ্ধতাই লক্ষ্য, তুষ্টিই তৃপ্তি’ এই স্লোগানেই চলছে তার দইওয়ালা পেজ ও ঘুরছে পরিবার নিয়ে জীবনের চাকা।

লেখক: শিক্ষার্থী, ইস্টার্ন ইউনিভার্সিটি।

ঢাকা/মাহি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়