ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনার দ্বিতীয় ঢেউ; পাকিস্তানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

ক্যাম্পাস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ২৪ নভেম্বর ২০২০   আপডেট: ১৬:৩৩, ২৪ নভেম্বর ২০২০
করোনার দ্বিতীয় ঢেউ; পাকিস্তানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

পাকিস্তানে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ হতে শিক্ষার্থীদের দূরে রাখতে পাকিস্তান সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’।

জানা যায়, ২৬ নভেম্বর থেকে এই ঘোষণা কার্যকর হবে। পাশাপাশি ২৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানোর ঘোষণাও এসেছে বলে জানানো হয়েছে সংবাদটিতে।
দেশটির শিক্ষামন্ত্রী শাফকাৎ মাহমুদের সাথে বিভিন্ন রাজ্যের শিক্ষামন্ত্রীদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সেখানে সপ্তাহে এক বা দুই দিন শিক্ষার্থীদের বিদ্যালয়ে ডাকার সযোগ রাখা হয়।

দেশটির শিক্ষামন্ত্রী শাফকাৎ মাহমুদ বলেছেন, ‘স্কুল খুলছে না। শিক্ষার্থীরা আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত ঘরেই শিক্ষা নেবে। এরপর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত শীতের ছুটি চলবে। বাড়ি থেকে শিক্ষা নেওয়ার সময় শিক্ষার্থীদের ওপর উপস্থিতির চাপ থাকছে না।’

ঢাকা/নোবেল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়