ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মশানিধনের জ্বালানি বিক্রির দায়ে কর্মকর্তা চাকরিচ্যুত

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৪, ২৬ নভেম্বর ২০২০  
মশানিধনের জ্বালানি বিক্রির দায়ে কর্মকর্তা চাকরিচ্যুত

মশক নিধন কাজে ব্যবহৃত জ্বালানি বিক্রির দায়ে এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-২ এর ৩ নম্বর ওয়ার্ডের মশক সুপারভাইজার মো. রফিকুল ইসলামকে চাকরিচ‌্যুত করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত অফিস আদেশে তাকে চাকরিচ্যুত করা হয়। 

কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয় বলে অফিস আদেশ বলা হয়।

মশক সুপারভাইজার হিসেবে কর্মরত মো. রফিকুল ইসলাম ডিএসসিসির আওতাধীন এলাকা মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে দৈনিক মজুরিভিত্তিতে দক্ষ শ্রমিক হিসেবে গত ১৩ এপ্রিল নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। 

এদিকে বয়সসীমা অতিক্রম করায় বৃহস্পতিবার ডিএসসিসির সাধারণ প্রশাসন শাখা, পরিবহন বিভাগ ও স্বাস্থ্য বিভাগে মাস্টাররোলে কর্মরত পাঁচ কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। 

সাধারণ প্রশাসনের শাখার স্কেলভুক্ত সুইপার মো. নুরুল হক ও মো. জালাল, পরিবহন বিভাগের স্কেলভুক্ত ভলকানাইজিং অপারেটর আ. বারেক, অঞ্চল-৩ এ সরকারি স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের স্কেলভুক্ত পরিচ্ছন্নতাকর্মী গীতা রানী রাজবংশী ও অঞ্চল-৪ এর রোকনপুর দাতব্য চিকিৎসালয়ের স্কেলভুক্ত পরিচ্ছন্নতাকর্মী সাহেরা খাতুন-২-কে চাকরিচ্যুত করা হয়েছে।

ঢাকা/আসাদ/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়