ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মেডিক‌্যাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৮, ২৬ নভেম্বর ২০২০  
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর লালকুঠি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে পড়ে মারা গেছেন হাসনাইন (৩৫) নামের এক নির্মাণ শ্রমিক।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় দুর্ঘটনার শিকার হন ওই শ্রমিক। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শ্রমিকের ভাগ্নে ইব্রাহিম জানান, লালকুঠি মেটারনিটি হাসপাতালের পাশে নির্মাণাধীন চারতলা ভবনে কাজ করার সময় ভবনের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন হাসনাইন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান তিনি।

তিনি আরও জানান, হাসনাইন ভোলার তজুমদ্দিন উপজেলার গোলাপ গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি মিরপুরের গুদারাঘাট এলাকায় থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু জানিয়েছেন, হাসনাইনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

ঢাকা/সাইফুল/বুলবুল/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়