ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৮, ২৯ নভেম্বর ২০২০  
বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের ‘বিরোধিতার নামে বিএনপি-জামায়াতে ইসলামীর মদদপুষ্ট উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠীর জনমনে বিভ্রান্তি ছড়ানোর’ প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা প্রেস ক্লাব প্রাঙ্গণে জেলা স্বেচ্ছাসেবক লীগ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম রাজার সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন, সহ-সভাপতি হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, তায়েবুর রহমান টিপু প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল ইসলাম সাকিব, আবিদ হোসেন খান সাকিব, সাংগঠনিক সম্পাদক তানভীর ফয়সাল রাহী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অভিজিৎ সাহাসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

মানববন্ধনে বক্তারা বলেন, যারা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বাধা দেয়, তারা দেশের মঙ্গল চায় না। এসব মৌলবাদীদের যারা মদদ দেয়, তাদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

চন্দন/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়