ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

লালমনিরহাটে একরাতে ২ হাজার ২৫০টি কম্বল বিতরণ

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪০, ৩০ নভেম্বর ২০২০   আপডেট: ০৮:৪০, ৩০ নভেম্বর ২০২০
লালমনিরহাটে একরাতে ২ হাজার ২৫০টি কম্বল বিতরণ

লালমনিরহাট সদর ও আদিতমারী উপজেলায় ২২৫০ কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) রাতে বৃদ্ধ-দুস্থদের মাঝে মানবিক বাংলাদেশ নামক সংগঠনের ব্যানারে ১০০০ কম্বল লালমনিরহাটে এবং ১২৫০টি কম্বল হাতে হাতে বিতরণ করা হয়।

এ সময় হাজার হাজার মানুষে ভরে যায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ। কম্বল বিতরণ শেষে কিছু মানুষ কম্বল পায়নি। যারা কম্বল পায়নি তাদের আগামীকাল দেয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

এ সমময় আদিতমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমরুল কায়েস ফারুক, হক গ্রুপের স্বত্বাধিকারী আদম তমিজী হক, সংগঠনটির আদিতমারী উপজেলার সভাপতি আবু হুরায়রা শান্তসহ ঢাকা থেকে আগত স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

হক গ্রুপ এবং মানবিক বাংলাদেশের চেয়ারম্যান আদম তমিজী হক বলেন, ‘শীতার্ত মানুষতের জন্য তার এ কার্যক্রম অব্যাহত থাকবে। আগামীকাল কুড়িগ্রাম এবং রংপুরে বিতরণ করা হবে বলে জানিয়েছেন।

ইমরুল কায়েস ফারুক বলেন, আদিতমারীর জনসাধরণ এতো ভাল যে এখানে মঙ্গা বা অভাব অনটন থাকলেও হাজার হাজার মানুষের প্রোগ্রাম কোনো প্রকারর বিশৃঙ্খলতা ছাড়াই আয়োজন করা যায়।’

ফারুক/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়