ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রতিবন্ধী আজগর আলীর পাশে দাঁড়ালো রাইজিংবিডি  

মো. মামুন চৌধুরী, হবিগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ২৬ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৫:০৭, ২৬ ডিসেম্বর ২০২০

আরেকটু ভালোভাবে জীবনযাপন, আরেকটু ভালো করে বাঁচার আশা থাকে মানুষের। প্রতিবন্ধী আজগর আলীর সেই আশা ক্রমেই ফুরিয়ে আসছিল। কায়িক পরিশ্রম করার সামর্থ্য নেই, ঘরে অসুস্থ স্ত্রী- এ অবস্থায় অন্তত একটা হুইল চেয়ারের আকুতি ছিল তার।

পাঠকপ্রিয় নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমে গত ২৫ ডিসেম্বর ‘হুইল চেয়ারের আকুতি প্রতিবন্ধী আজগর আলীর’ শিরোনামে একটি মানবিক প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি রাইজিংবিডি’র প্রকাশক এস এম জাহিদ হাসানের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিকভাবে আজগর আলীর প্রত্যাশা পূরণে উদ্যোগ নেন। সেদিনই সন্ধ্যায় আজগর আলীর নিকট হুইল চেয়ার পৌঁছে দেন রাইজিংবিডি’র হবিগঞ্জ প্রতিনিধি মো. মামুন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান।

হুইল চেয়ার পেয়ে আবেগোপ্লুত হয়ে পড়েন আজগর আলী। দু’হাত তুলে শুকরিয়া আদায় করে বলেন, ‘জীবনে একটি মূল্যবান উপহার পেলাম আজ। আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আল্লাহ্ তাদের ভালো করবেন।’

মোহাম্মদ গাজীউর রহমান ইমরান বলেন, ‘রাইজিংবিডি পাঠকের মনের কথা বলে। এই নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদ বস্তুনিষ্ঠ। তারা শুধু সংবাদ প্রকাশ করেই দায়িত্ব শেষ করে না, সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়ায়। একটি হুইল চেয়ার প্রতিবন্ধী আজগর আলীর জীবন বদলে দেবে।’

ব্যকস প্রচার সম্পাদক জামাল আহমেদ রাজ বলেন, ‘সমাজের দায়িত্ববান মানুষ এভাবে এগিয়ে এলে অনেক দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব।’

আজগর আলী জেলার মাধবপুর উপজেলার কালিকাপুর এলাকার বাসিন্দা। দরিদ্র পরিবারে জন্ম হওয়ায় তার ভালো কোনো চিকিৎসা হয়নি। কায়িক পরিশ্রম করতে না পারায় একসময় পেটের তাগিদে বেছে নেন ভিক্ষাবৃত্তি। স্ত্রীকে নিয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের দিঘীরপাড় এলাকায় ভাড়া বাসায় থাকেন। তাদের কোনো সন্তান নেই। স্টেশনে ভিক্ষা করে চলে সংসার। করোনার কারণে সংসারে অভাব হয়েছে নিত্যসঙ্গী। ইতোমধ্যে অপুষ্টিজনিত কারণে আজগর আলীর শরীরের দেখা দিয়েছে নানা রোগের প্রাদুর্ভাব। আগের মতো শরীরে বল নেই। এ অবস্থায় তিনি একটি হুইল চেয়ারের জন্য সমাজের দ্বারে দ্বারে ঘুরছিলেন।

শায়েস্তাগঞ্জ জংশনের শ্রমিক সর্দার হুমায়ূন মিয়া এ প্রসঙ্গে বলেন, ‘আজগর আলীর জন্য আমাদের কষ্ট হয়। তিনি অনেক দিন থেকেই হুইল চেয়ার পাওয়ার জন্য চেষ্টা করছিলেন। অবশেষে তার ইচ্ছে পূরণ হলো। প্রতিবন্ধী আজগর আলীর পাশে দাঁড়িয়ে বিরাট একটি প্রশংসনীয় কাজ করেছে রাইজিংবিডি।’

ঢাকা/তারা

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়