ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভ্যাপিংয়ে ফুসফুস ও হার্টের ক্ষতি ধূমপানের মতোই: গবেষণা

দেহঘড়ি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১১, ৫ জানুয়ারি ২০২১   আপডেট: ১৮:২০, ৫ জানুয়ারি ২০২১
ভ্যাপিংয়ে ফুসফুস ও হার্টের ক্ষতি ধূমপানের মতোই: গবেষণা

আপনি ধূমপায়ী এবং ধূমপানের ক্ষতি এড়াতে মাঝে মধ্যে ভ্যাপিং বা ই-সিগারেট ব্যবহার করেন। কিন্তু এ অভ্যাস নিয়মিত ধূমপানের তুলনায় হার্ট ও ফুসফুসের ক্ষতির ঝুঁকি হ্রাস করে না বলে, নতুন একটি গবেষণায় সর্তক করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির গবেষকরা প্রায় ৭ হাজার মানুষের স্বাস্থ্য ও ধূমপানের অভ্যাস নিয়ে গবেষণা পরিচালনা করেছেন। দেখা গেছে, কেবল ভ্যাপিংয়ের অভ্যাসে হৃদরোগের কিছুটা কম ঝুঁকি রয়েছে। অন্যদিকে যারা ধূমপান এবং মাঝে মধ্যে ভ্যাপিংয়ে অভ্যস্ত, তাদের হার্ট ও ফুসফুসের ক্ষতির ঝুঁকি নিয়মিত ধূমপায়ীদের মতোই।

গবেষকদের মতে, ধূমপান ছাড়ার জন্য মাঝে মধ্যে ভ্যাপিং নিয়মিত ধূমপানের মতোই ক্ষতিকর। সিগারেট এবং ভ্যাপিং- দুটিতেই অভ্যস্ত হওয়া উচিত নয়। ধূমপান ছাড়ার উপায় হিসেবে ই-সিগারেটকে ব্যবহার করতে চাইলে, কেবল সেটিই ব্যবহার করা উচিত। 

গবেষকরা আরো বলেন, সকল ধরনের তামাকজাত পণ্য থেকেই মুক্তির পরিকল্পনা করা জরুরি। কেননা ই-সিগারেটেও স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। পূর্ণাঙ্গ গবেষণাপত্রটি সার্কুলেশন জার্নালে প্রকাশ করা হয়েছে।

ঢাকা/ফিরোজ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়