ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘করোনা পরীক্ষা ও চিকিৎসায় দুর্নীতি স্বাস্থ্যসেবাকে প্রশ্নবিদ্ধ করছে’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ১৪ জানুয়ারি ২০২১   আপডেট: ১৮:০২, ১৪ জানুয়ারি ২০২১
‘করোনা পরীক্ষা ও চিকিৎসায় দুর্নীতি স্বাস্থ্যসেবাকে প্রশ্নবিদ্ধ করছে’

স্বাস্থ্য খাতে দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা, সমন্বয়হীনতার কারণে জনস্বার্থ মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)। করোনা ভ‌্যাকসিনের বাণিজ‌্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে এ ক্ষোভ প্রকাশ করেন এনডিএফ’র সভাপতি ডা. এম এ করিম ও সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম জাহাঙ্গীর হুসাইন।

বিবৃতিতে তারা বলেন, ‘সব খাত ঢালাওভাবে বেসরকারিকরণ বা ব্যক্তি মালিকানায় রূপান্তরের ফলে স্বাস্থ্য খাতের ৯০ ভাগ বেসরকারি মালিকানায় গেছে। মহামারির সময়েও করোনা শনাক্তকরণ পরীক্ষা ও চিকিৎসায় অনিয়ম-দুর্নীতি স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত টিকা কোভিশিল্ডের প্রতি ডোজ কিনতে বাংলাদেশকে খরচ করতে হচ্ছে ৪ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর দাম পড়ে প্রায় ৩৪০ টাকা (১ ডলার=৮৪.৯৬ টাকা হিসেবে)। সেরামের কাছ থেকে ভারত সরকার প্রতি ডোজ টিকা কিনছে ২০০ রুপি বা ২.৭২ ডলার দরে। বাংলাদেশি মুদ্রায় এটি ২৩১ টাকার মতো। এই হিসাবে, বাংলাদেশকে টিকার প্রতি ডোজ কিনতে ভারতের চেয়ে প্রায় ৪৭ শতাংশ বেশি ব্যয় করতে হচ্ছে। সরকার বেক্সিমকোর কাছ থেকে পরিবহনসহ অন্যান্য খরচ বিবেচনায় তা নেবে ৫ ডলারে। সরকারের টিকাদান কর্মসূচিতে দেওয়ার বাইরে বাজারে বিক্রির জন্য ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ৩০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা কিনছে এই ফার্মাসিউটিক্যালস কোম্পানি। অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার এই টিকার প্রতি ডোজের জন্য সেরাম ইনস্টিটিউটকে তাদের দিতে হবে ৮ ডলার করে। আগামী মাস থেকেই বাংলাদেশের বাজারে বেক্সিমকো টিকা বিক্রি শুরু করতে পারে। প্রতি ডোজের জন্য দাম রাখা হবে ১ হাজার ১২৫ টাকার মতো (১৩.২৭ ডলার) করে। দুই ডোজ কিনতে খরচ হবে ২ হাজার ২৫০টাকা।’

ঢাকা/সাওন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়