ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কোভিড ১৯: পরিস্থিতি জটিল হচ্ছে লেবাননে

জসিম উদ্দীন সরকার, লেবানন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ১৬ জানুয়ারি ২০২১   আপডেট: ১১:৩১, ১৬ জানুয়ারি ২০২১
কোভিড ১৯: পরিস্থিতি জটিল হচ্ছে লেবাননে

লেবাননে গত ৭ জানুয়ারি থেকে চলছে লকডাউন। এটি শেষ হবে ১ ফেব্রুয়ারি। পাশাপাশি গত ১৪ জানুয়ারি থেকে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত কারফিউ জারি করেছে দেশটির সরকার।

করোনা আক্রান্ত হয়ে রেকর্ড সংখ্যক মৃত্যুও হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগগুলোও পরিপূর্ণ। সব মিলিয়ে লেবাননে করোনা পরিস্থিতি যেন দিন দিন জটিল আকার ধারণ করছে।

শুক্রবার (১৫ জানুয়রি) মোট ২১ হাজার ৮৫৪ জন পিসিআর টেস্ট করেন। এর মধ্যে ৬ হাজার ১৫৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। একই দিনে ৪৪ জন করোনা রোগীর মৃত্যু ঘটে, যা পূর্বের তুলনায় অনেক বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত বছর ২১ ফেব্রুয়ারি প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার ২৮৬ জন। মোট মৃতের সংখ্যা ১ হাজার ৮২৫।

তবে বর্তমানে কোভিড-১৯ রোগীর ব্যাপক সংক্রমণের কারণে দেশটির হাসপাতালগুলো দক্ষতার সঙ্গে ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

তবে আনন্দের সংবাদ হচ্ছে লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হাসান দিয়াব এবং রাষ্ট্রপতি মিশেল আউন বিশ্ব স্বাস্থ্য সংস্থার COVAX-এর সঙ্গে ২.৭ মিলিয়ন ডোজের কোভিড ১৯ টিকার চুক্তি স্বাক্ষর করেছেন। চুক্তি অনুযায়ী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে প্রাথমিকভাবে ফাইজার ভ্যাকসিনের ৬০ হাজারের একটি  চালান লেবাননে পৌঁছানোর কথা রয়েছে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়