ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ভারতে করোনার টিকা দেওয়া শুরু

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ১৬ জানুয়ারি ২০২১   আপডেট: ১৩:২১, ১৬ জানুয়ারি ২০২১
ভারতে করোনার টিকা দেওয়া শুরু

ভারতে গণটিকা কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় নরেন্দ্র মোদি বলেন, ভ্যাকসিন তৈরি হতে অনেক সময় লাগে। কিন্তু দেশের বিজ্ঞানিরা দিন-রাত এক করে পরিশ্রম করেছেন।  তাদের প্রশংসা প্রাপ্য। ৩ কোটি স্বাস্থ্যকর্মীকে ভারত সরকার বিনামূল্যে টিকা দেবে। করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া কর্মীদের আগে টিকা দিয়ে দেশ ঋণ শোধ করবে। দ্বিতীয় দফায় ৩০ কোটি মানুষ টিকা পাবেন।  ধীরে ধীরে সবাইকেই  টিকা দেওয়া হবে।

নরেন্দ্র মোদি বলেন, ভ্যাকসিনের দুটি ডোজ রয়েছে। এক মাসের মধ্যেই এই দুটি ডোজ নিতে হবে।  ভ্রান্তির কোনো স্থান নেই।  প্রথম ডোজ দুই সপ্তাহের মধ্যেই কাজ করবে। 

টিকা দেওয়া শুরু হলেও দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, ‘টিকাকরণের পরও মাস্ক পড়তে হবে।  ২ গজের দূরত্ববিধি মানতে হবে।  গা ঢিলে দিলে পরিণতি কঠিন হতে পারে।’

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বর্তমানে ভারত সরকারের হাতে সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত এক কোটি ১০ লাখ ডোজ এবং ভারত বায়োটেক উৎপাদিত ৫৫ লাখ ডোজ টিকা আছে।  মোট ৩০০৬ কেন্দ্রে টিকা দেওয়ার কাজ হচ্ছে। প্রত্যেক কেন্দ্রে ১০০ জনকে করোনার টিকা দেওয়া হচ্ছে। প্রথম পর্যায়ে দেশব্যাপী মোট ৩ কোটি মানুষ টিকা পাবে। তারা প্রত্যেকেই করোনার বিরুদ্ধে যুদ্ধে সামিল স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন কর্মী।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি, আনন্দবাজার

ঢাকা/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়