ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গ্রেপ্তারের ঝুঁকি নিয়ে রাশিয়ায় ফিরছেন নাভালনি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৮, ১৭ জানুয়ারি ২০২১  
গ্রেপ্তারের ঝুঁকি নিয়ে রাশিয়ায় ফিরছেন নাভালনি

গ্রেপ্তারের ঝুঁকি মাথায় নিয়ে দেশে ফিরছেন রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনি। রোববার জার্মানি থেকে রাশিয়ায় ফিরছেন ক্রেমলিনের এই কট্টর সমালোচক। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গত বছরের আগস্টে সাইবেরিয়ার টমসক শহর থেকে মস্কো যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন নাভালনি। প্রথমে তাকে সাইবেরিয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি চিকিৎসার জন্য জার্মানিতে যান। তদন্তকারীরা জানায়, পুতিনের এই সমালোচককে হত্যার জন্য নোভোচিক নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছিল। 

গত বুধবার নাভালনি তার দেশে ফেরার বিষয়টি ঘোষণা দেন। এর পরপরই মস্কোর কারা কর্তৃপক্ষ জানায়, দেশে ফেরামাত্র পুতিন সমালোচককে গ্রেপ্তারের জন্য তারা সবকিছু করবে। কারণ জালিয়াতির মামলায় ২০১৪ সালের স্থগিত দণ্ডের শর্ত লঙ্ঘন করেছেন তিনি।

রোববার বিমানে ওঠার আগে সাংবাদিকদের নাভালনি বলেছেন, ‘গত পাঁচ মাসের মধ্যে এটি সেরা মুহূর্ত। আমি অনেক ভালো বোধ করছি। শেষ পর্যন্ত আমি আমার দেশে যাচ্ছি।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়