ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ভুয়া পুলিশ কর্মকর্তা রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ১৮ জানুয়ারি ২০২১   আপডেট: ২০:০১, ১৮ জানুয়ারি ২০২১
ভুয়া পুলিশ কর্মকর্তা রিমান্ডে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের উপ-কমিশনার (ডিসি) হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করা ইমদাদুল হক সোহেলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৮ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই খোকন মিয়া আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামির পক্ষে অ্যাডভোকেট মনিরুজ্জামান তারেক জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

পুলিশের ডিসি পরিচয় দিয়ে চাকরি ও বদলির প্রলোভন দেখানো, চাঁদাবাজিসহ নানা ধরনের প্রতারণার অভিযোগে রোববার (১৭ জানুয়ারি) বেলা ৩টার দিকে মিরপুরের বড়বাগ এলাকায় একটি বিকাশের দোকানের সামনে থেকে সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ।

ঢাকা/মামুন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়