ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হিলির সোনালী ব্যাংকের সেই ঋণ কর্মকর্তার স্ট্যান্ড রিলিজ

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫২, ১৮ জানুয়ারি ২০২১   আপডেট: ০৮:১৭, ১৯ জানুয়ারি ২০২১
হিলির সোনালী ব্যাংকের সেই ঋণ কর্মকর্তার স্ট্যান্ড রিলিজ

‘প্রণোদনা ঋণ বিতরণে সোনালী ব্যাংক হিলি শাখায় অনিয়ম’- শিরোনামে প্রতিবেদন জনপ্রিয় নিউজপোর্টাল রাইজিংবিডিডটকমে প্রকাশের পর দিনাজপুরের হাকিমপুরের (হিলি) সোনালী ব্যাংক শাখার ঋণ কর্মকর্তা আব্দুল রশিদকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

গত শুক্রবার (১৫ জানুয়ারি) প্রতিবেদনটি প্রকাশ হয়। সেটি দেখে ব্যাংক কর্তৃপক্ষ অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে এবং ওই কর্মকর্তাকে বদলি করার সিদ্ধান্ত জানান।

সোনালী ব্যাংকের হাকিমপুর (হিলি) শাখার ম্যানেজার গোলাম মামুনুর রশিদ রাইজিংবিডিকে জানান, ব্যাংকের ঋণ কর্মকর্তা আব্দুল রশিদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কর্তৃপক্ষ আমলে নিয়েছে। তাকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে তাকে ব্যাংকের ঋণ সংক্রান্ত দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়েছে।

করোনায় ক্ষতিগ্রস্ত খামারি ও কৃষকদের জন্য সোনালী ব্যাংক হিলি শাখায় ২৫ লাখ টাকার প্রণোদনা ঋণ আসে। কিন্তু ঋণ কর্মকর্তা আব্দুল রশিদ চাকরিজীবীদেরও এই ঋণ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
 

মোসলেম/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়