ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নকল বৈদ্যুতিক তার, চার প্রতিষ্ঠানকে জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৩০, ১৯ জানুয়ারি ২০২১  
নকল বৈদ্যুতিক তার, চার প্রতিষ্ঠানকে জেল-জরিমানা

রাজধানীর কদমতলী থানা এলাকায় নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে জেল-জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। চার প্রতিষ্ঠানের পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) র‌্যাব-১০ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

র‌্যাব-১০ জানায়, গতকাল রবিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টায় র‌্যাব সদর দপ্তর এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমের নেতৃত্বে রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত অনুমোদনহীন ভেজাল এবং নিম্নমানের বৈদ্যুতিক তার, উৎপাদন, বিক্রয় ও বাজারজাতকরণ করায় উৎপাদনকারী ৪টি প্রতিষ্ঠানকে নগদ ২৪ লাখ টাকা জরিমানা ও ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

র‌্যাব আরো জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন ভেজাল ও নিম্নমানের বৈদ্যুতিক তার উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করে আসছিল।

সাইফুল/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়