ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৪ হাজার মানুষ রাখার মতো কোয়ারেন্টাইন সেন্টার বানাচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৫, ১৯ জানুয়ারি ২০২১   আপডেট: ২০:৩৭, ১৯ জানুয়ারি ২০২১
৪ হাজার মানুষ রাখার মতো কোয়ারেন্টাইন সেন্টার বানাচ্ছে চীন

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন করে কোয়ারেন্টাইন সেন্টার নির্মাণ শুরু করেছে চীন। দেশটির শিনজিয়াঝুয়াং শহরে চার হাজার মানুষকে কোয়ারেন্টাইনে রাখা যাবে এমন স্থাপনা নির্মাণ চলছে বলে মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

বার্তা সংস্থাটি জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে এই সেন্টার নির্মাণ শুরু হবে। আয়তনে এটা এতোই বড় যে একটি গ্রামের সব বাসিন্দা যদি করোনায় আক্রান্ত হয় তাহলে তাদের সবাইকে এখানে রাখা যাবে। এই কোয়ারেন্টাইন সেন্টারে বাথরুম, ওয়াইফাই ও এয়ার কন্ডিশন সুবিধা রয়েছে। 

গত বছরের ডিসেম্বরে করোনার প্রাদুর্ভাবের পর চীন কয়েক মাসের মধ্যেই পরিস্থিতি সামাল দিতে পেরেছিল। তবে সম্প্রতি দেশটিতে নতুন করে করোনার বিস্তার ঘটছে। 

চীনা সরকারি সংবাদমাধ্যম সিসিটিভিতে প্রচারিত দৃশ্যে দেখা গেছে, কর্মীরা কেবিনের মতো অবকাঠামো বসানোর কাজ করছে। কোয়ারেন্টাইন সেন্টার এলাকায় চীনা কমিউনিস্ট পার্টির পতাকা উড়ছে। সেন্টারটিতে চার হাজারের বেশি মানুষকে একসঙ্গে রাখার মতো পর্যাপ্ত কক্ষ নির্মাণ করা হচ্ছে।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়