ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রাজপরিবারের সমালোচনা: থাইল্যান্ডে নারীর ৪৭ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৯, ১৯ জানুয়ারি ২০২১  
রাজপরিবারের সমালোচনা: থাইল্যান্ডে নারীর ৪৭ বছরের কারাদণ্ড

রাজপরিবারের সমালোচনা করে মন্তব্যের অভিযোগে থাইল্যান্ডে এক নারীকে ৪৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দেশটির আদালত এ দণ্ড দিয়েছে।

থাইল্যান্ডের পেনাল কোডের ১১২ ধারা অনুযায়ী, রাজপরিবারকে অবমাননা করে যে কোনো মন্তব্য করা শাস্তিযোগ্য অপরাধ।

মঙ্গলবার আর্চান নামের ওই নারীকে ২৯টি অভিযোগে ৮৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। দোষ স্বীকার করায় আদালত তার দণ্ড অর্ধেক কমিয়ে দিয়েছে।

দণ্ডপ্রাপ্ত এই নারী সরকারি কর্মচারি ছিলেন। ‘ডিজে  বানপোজ’ নামে রাজপরিবারের কট্টোর সমালোচক একটি গোষ্ঠীর সদস্য ছিলেন তিনি। ২০১৫ সালে তাকে প্রথম গ্রেপ্তার করা হয়। জামিনে মুক্তি দেওয়ার আগে তাকে তিন বছর বিচারপূর্ব আটককেন্দ্রে রাখা হয়েছিল।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়