ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনার নতুন রূপ ছড়িয়েছে ৬০ দেশে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ২০ জানুয়ারি ২০২১   আপডেট: ১৯:২৭, ২০ জানুয়ারি ২০২১
করোনার নতুন রূপ ছড়িয়েছে ৬০ দেশে

যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনার নতুন রূপটি অত্যন্ত ৬০টি দেশে পাওয়া গেছে। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে।

বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। দ্রুত সংক্রমণ ঘটানো ভাইরাসের নতুন রূপটি এই মুহূর্তে অনেক দেশের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের সাপ্তাহিক প্রতিবেদনে জানিয়েছে, গত সপ্তাহে করোনার নতুন রূপটি ৫০টি দেশে পাওয়া গিয়েছিল। এক সপ্তাহের ব্যবধানে দেশের সংখ্যা ১০টি বেড়েছে। দক্ষিণ আফ্রিকায় পাওয়া 501Y.V2 রূপটি যুক্তরাজ্যে শনাক্ত হওয়া রূপটির মতোই, যেটি আরও বেশি সংক্রামক। তবে এটি এখনও প্রাণঘাতি বলে প্রমাণিত হয়নি। এই রূপটি ২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

এতে আরও জানানো হয়েছে, গত সাত দিনে বিশ্বে করোনায় মারা গেছে ৯৩ হাজারের বেশি মানুষ। আর আক্রান্ত হয়েছে ৪৭ লাখ।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়