ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মুজিববর্ষ মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লিগ শুরু

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৭, ২০ জানুয়ারি ২০২১   আপডেট: ১৮:২৮, ২০ জানুয়ারি ২০২১
মুজিববর্ষ মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লিগ শুরু

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল এর পৃষ্ঠপোষকতায় আজ বুধবার (২০ জানুয়ারি) থেকে শুরু হয়েছে ‘মুজিব বর্ষ মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লিগ-২০২১’। এবারের এই লিগে রেকর্ড ৪২টি দল অংশ নিয়েছে। বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ও ব্যবস্থাপনায় ৯ দিন ব্যাপী এই প্রতিযোগিতা ২৮ জানুয়ারি শেষ হবে।

দুপুরে বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন দাবা লিগ কমিটির চেয়ারম্যান ড. শরীফ আশরাফুজ্জামন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও দাবা লিগ কমিটির সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু ও আন্তর্জাতিক দাবা বিচারক মো. হারুন অর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের দুই কার্যনির্বাহী সদস্য আন্তর্জাতিক সংগঠক মাহমুদা হক চৌধুরী মলি, সজল মাহমুদ এবং লিগ কমিটির সদস্য ও দাবা খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির আলী রানা।

উদ্বোধনী অনুষ্ঠানের পর জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ার অডিটোরিয়াম লাউঞ্জে ও দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে প্রথম রাউন্ডের খেলা হয়। আজ প্রথম রাউন্ডের ২১টি ম্যাচ অনুষ্ঠিত হয়।

এবারের এই লিগে ৪ জন নিয়মিত ও ২ জন অতিরিক্ত খেলোয়াড় নিয়ে দাবা দল গঠন করতে হয়েছে। লিগের খেলা ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লিগের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিতব্য প্রথম বিভাগ দাবা লিগে অংশগ্রহণের সুযোগ পাবে।

এটি একটি আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মাধ্যমে দাবাড়–দের রেটিং হ্রাস-বৃদ্ধি পাওয়ার পাশাপাশি নতুন খেলোয়াড়দের রেটিং প্রাপ্তির সম্ভাবনা থাকবে।

এবারের এই মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লিগে ৫০ হাজার টাকার প্রাইজমানি থাকছে। তার মধ্যে চ্যাম্পিয়ন দল ২৫ হাজার, রানার্স-আপ দল ১৫ হাজার ও তৃতীয় স্থানধারী দল ১০ হাজার টাকা পাবে। এ ছাড়া ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে তিন দলের খেলোয়াড়দের উৎসাহিত করা হবে। 

এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। রেডিও পার্টনার রেডিও টুডে। আর অনলাইন পার্টনার হিসেবে রয়েছে দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়