ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সাকিবের কাছে ব্যক্তির চেয়ে দলীয় অর্জন বড়

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫০, ২০ জানুয়ারি ২০২১  
সাকিবের কাছে ব্যক্তির চেয়ে দলীয় অর্জন বড়

ম্যাচ শেষে কথা বলছেন সাকিব

নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বুধবার ফিরলেন সাকিব আল হাসান। স্বরূপে ফিরেছেন বাংলাদেশের অলরাউন্ডার। ৮ রানে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের চার উইকেট। তবে এই অভাবনীয় পারফরম্যান্সের পর দল জেতায় সবচেয়ে খুশি তিনি।

ম্যাচ শেষে বাঁহাতি অলরাউন্ডার বলেছেন, ‘একটু আগেও আমি বললাম, এগুলো (ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স) আমি হিসাবে আনি না। আপনারা করলে করতে পারেন। মনে হতে পারে, আমার কাছে এটা গুরুত্ব পায় না। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা, কীভাবে করি সেটা। সেদিক থেকে খুশি। আজকের ম্যাচটা শেষ করে আসতে পারলে আরও ভালো লাগতো।’

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব ঘরোয়া ম্যাচ দিয়ে ক্রিকেটে ফিরেছিলেন। কিন্তু প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে ৯ ম্যাচে ১১০ রান করেন ও বল হাতে নেন ৬ উইকেট। তবে আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটা হলো দুর্দান্ত। যেভাবে চেয়েছিলেন ঠিক সেভাবেই পেরেছেন।

সাকিবের বার্তা স্পষ্ট দেশের জার্সিতেই সবচেয়ে সাবলীল তিনি। তার কাছে পারফরম্যান্স করার আসল জায়গা আন্তর্জাতিক মঞ্চ। আরেক প্রশ্নের জবাবে সাকিবের সোজাসাপ্টা উত্তর, ‘সব সময় আমি দলের হয়ে খেলার চেষ্টা করি। আমার কাছে ব্যক্তিগত অর্জনের থেকে দলগত অর্জন সব সময়ই বড় মনে হয়।’

টিম ম্যানেজমেন্টের নতুন পরিকল্পনায় সাকিবের ব্যাটিং পজিশনে এসেছে পরিবর্তন। প্রিয় তিন নম্বর থেকে সাকিবের ঠিকানা এখন চার নম্বরে। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে সমর্থন করেছেন সাকিব, ‘কোচ, অধিনায়ক, টিম ম্যানেজমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে, খেলোয়াড় হিসেবে সেটাকে সম্মান করতে হবে আমাকে। আমি মানি কিংবা না মানি, সেটা বড় কথা না। এটা বড় কোনও পার্থক্য গড়বে না মনে হয়। মানুষ সবসময় চেষ্টা করে। ভালো করা, খারাপ করা কপালের ব্যাপার। একজন খেলোয়াড় সব সময় তার শতভাগ চেষ্টা করতে পারে।’

ঢাকা/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়