ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ডিএসইতে লেনদেন হাজার কোটি টাকার নিচে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৫, ২৮ জানুয়ারি ২০২১  
ডিএসইতে লেনদেন হাজার কোটি টাকার নিচে

দেশের পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সব ধরনের সূচকে সামান্য উত্থান হয়েছে। তবে লেনদেন কিছুটা বাড়লেও তা প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) হাজার কোটি টাকার নিচেই রয়ে গেছে।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯১ পয়েন্টে এবং শরিয়াহ সূচক দশমিক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯৪১ কোটি টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯০৫ কোটি ৯০ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৯টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৩৪টির, কমেছে ১৩১টির ও অপরিবর্তিত রয়েছে ৯৪টি শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৭৫ পয়েন্টে, সিএসসিএক্স সূচক ৫২ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৬৫ পয়েন্টে এবং সিএসই ৫০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭৫ পয়েন্টে অবস্হান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৫৪ টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১০৭টির, কমেছে ৮৭টির ও অপরিবর্তিত রয়েছে ৬০টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৪১ লাখ টাকা।


 

ঢাকা/এনএফ/এসএন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়