ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পাটুরিয়া-দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় ৬শ ট্রাক

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৪:১৬, ২৬ ফেব্রুয়ারি ২০২১
পাটুরিয়া-দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় ৬শ ট্রাক

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পারাপারের অপেক্ষায় রয়েছে ৬শ পণ্যবাহী ট্রাক। 

ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলোর অস্পষ্টতার কারণে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭ থেকে ৮ টা পর্যন্ত এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকে। এতে পাটুরিয়া ঘাট এলাকায় অপেক্ষমান যানবাহনের সংখ্যা বেড়ে যায়। অগ্রাধিকার ভিত্তিতে ছোট গাড়ি ও বাস পারাপার করা হলেও পণ্যবাহী ট্রাকের পারাপার বন্ধ রয়েছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, ‘পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় ৭ কিলোমিটার আগে উথুলী সংযোগ সড়কে সাধারণ পণ্যবাহী ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়েছে। উথুলী সংযোগ সড়ক থেকে আরিচা ঘাট পর্যন্ত ৩শ সাধারণ পণ্যবাহী ট্রাক ঘাট এলাকায় প্রবেশের অপেক্ষায় রয়েছে। ঘাট এলাকায় যানবাহনের চাপ কমলে সিরিয়াল অনুযায়ী এসব ট্রাক ছেড়ে দেওয়া হবে।’

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাম হোসেন বলেন, ‘সকালের দিকে মাঝ পদ্মায় ঘন কুয়াশার প্রকোপ বেড়ে যাওয়ায় ১ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকে। পরে কুয়াশার প্রকোপ কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়। তবে নৌরুট ঘন্টাখানেক বন্ধ থাকায় ঘাট এলাকায় যানবাহনের চাপ বেড়েছে। পাটুরিয়ায় দুটি ট্রাক টার্মিনালে ৩শ পণ্যবাহী ট্রাক নৌরুট পারের অপেক্ষায় রয়েছে। ছোট গাড়ি ও পরিবহন বাসের চাপ কমলে ট্রাক পারাপার করা হবে।’

পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ১৬টি ফেরি দিয়ে যানবাহন ও সাধারণ যাত্রী পারাপার করা হচ্ছে বলেও জানান তিনি।

জাহিদুল হক চন্দন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়