ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আশ্চর্য মেধাবী শিশু ‘দেয়ালিকা’ 

মেসবাহ য়াযাদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৯, ৬ এপ্রিল ২০২১   আপডেট: ১৫:২১, ৬ এপ্রিল ২০২১

সাড়ে চার বছরের শিশুটির নাম দেয়ালিকা চৌধুরী। মা সুষ্মিতা দত্ত আর বাবা দেবাশীষ চৌধুরী। বাবা-মায়ের সঙ্গে ছোট দেয়ালিকা থাকে চায়ের শহর শ্রীমঙ্গলে। স্কুলে যাওয়া শুরু করেছে সে। ওর স্কুলের নাম নটরডেম স্কুল অ্যান্ড কলেজ, শ্রীমঙ্গল।

চার বছর বয়স থেকেই দেয়ালিকা বিশ্বের বিভিন্ন দেশের রাজধানীর নাম বলতে পারে। পাশাপাশি বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপ্রধানদের নামও তার মুখস্ত। যখন তার সাড়ে তিন বছর, তখন থেকেই বিভিন্ন সবজি আর ফলের ইংরেজি নাম বলতে পারে। দেয়ালিকা জানে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম। চেনেও তাঁকে। জানে জাতির জনক বঙ্গবন্ধুর পুরো নাম।

দেয়ালিকার এ সাফল্য তার একার। যদিও মা তাকে এসব শিখিয়েছেন বলে ক্যামেরার সামনে জানিয়েছে ছোট্ট, মিষ্টি মেয়ে দেয়ালিকা। তার মা হেসে বলেন, ‘একবার করে শুনেই দেয়ালিকা সব মনে রাখতে পারে। আমি কেবল তাকে মাঝে মধ্যে এসব মনে করিয়ে দেই।’

ছোট এই মেধাবী মেয়েটির জন্য সবার কাছে আশীর্বাদ চেয়েছেন দেয়ালিকার মা সুষ্মিতা দত্ত আর বাবা দেবাশীষ চৌধুরী।

ঢাকা/মাহি 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়