ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘সালাম না দেওয়ায়’ শিডিউল ফাঁসালেন অ‌্যালেন

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫২, ৯ এপ্রিল ২০২১   আপডেট: ২১:০৯, ৯ এপ্রিল ২০২১
‘সালাম না দেওয়ায়’ শিডিউল ফাঁসালেন অ‌্যালেন

ছোট পর্দার অভিনেতা অ‌্যালেন শুভ্রর বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ উঠেছে। অগ্রিম টাকা নিয়েও ‘দাদার বিয়ে’ নাটকের শুটিং শেষ না করেই সেট থেকে লাপাত্তা হন এই অভিনেতা। শুক্রবার (৯ এপ্রিল) সন্ধ‌্যায় রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এমন অভিযোগ করেন নাটকটির পরিচালক আহমেদ আজিম টিটু। 

মূল ঘটনার বর্ণনা করে পরিচালক আহমেদ আজিম টিটু বলেন, ‘‘৩ ও ৪ এপ্রিল অ্যালেন শুভ্র আমাকে শিডিউল দিয়েছিল। চুক্তি অনুযায়ী তাকে আমি অগ্রিম টাকাও দিয়েছি। ৩ এপ্রিল দুপুর সাড়ে ১২টার পর নাটকের সেটে আসে অ‌্যালেন শুভ্র। সব মিলিয়ে ৪টি দৃশ্যের কাজ করে। তারপর ও আমাকে কিছু সমস্যার কথা বলে। আমি বলি, ঠিক আছে তোমার সমস্যা সমাধানের চেষ্টা করব। এরপর আমি অন‌্য দৃশ‌্যের কাজ নিয়ে ব‌্যস্ত হয়ে পড়ি। সন্ধ‌্যার দিকে অ‌্যালেন শুভ্রর খোঁজ করি। কিন্তু তাকে সেটে পাই না। ফোন করলে বলে, ‘আমার গাড়ির চাকা পাঞ্চার হয়েছে, ঠিক করে আসছি।’ রাত সাড়ে ৯টা পর্যন্ত অপেক্ষা করার পরও অ‌্যালেন শুভ্র আর সেটে আসে নাই।’’

অ‌্যালেন শুভ্র আপনাকে কী সমস‌্যার কথা বলেছিলেন? এমন প্রশ্নের জবাবে এই নির্মাতা বলেন, ‘‘নাটকটিতে ছোট একটি চরিত্রে অভিনয় করছে এক মেয়ে। মেয়েটিকে একটি টিভি নাটকে দেখে তাকে কাস্ট করি। কিন্তু সেটে আসার পর এই মেয়ের সঙ্গে অ‌্যালেনের কথা হয়। তা জানিয়ে অ‌্যালেন বলে, ‘ইউটিউবের কাজ করে এই মেয়ে। আমি তার সঙ্গে কাজ করব না। আর মেয়েটির সঙ্গে দেখা হওয়ার পর সে আমাকে সালাম দেয়নি।’ আমি বলেছি, ঠিক আছে এই মেয়েকে বাদ দিলাম। এই মেয়ের তিনটা দৃশ‌্য আছে, এটা বাদ দিলে কিছু যায় আসে না। কিন্তু তারপরও অ‌্যালেন আমার সঙ্গে এই কাজ করলো।’’

অ‌্যালেন শুভ্রর বিরুদ্ধে অভিনয়শিল্পী সংঘে লিখিত অভিযোগ করবেন আহমেদ আজিম টিটু। তা উল্লেখ করে এই পরিচালক বলেন, ‘অ‌্যালেন শুভ্রকে আমি অনেক ভালোবাসতাম। কিন্তু ওর অপেশাদার আচরণের কারণে শুটিং বন্ধ রাখতে হয়েছে। আমাদের আর্থিক ক্ষতি হয়েছে। আগামীকাল (১০ এপ্রিল) গিল্ডে লিখিত অভিযোগ করব।’

এদিকে নির্মাতা টিটুর অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন অ‌্যালেন শুভ্র। তার ভাষায়—‘এসব অভিযোগ সত্য না। আমি বিষয়টি গিল্ডকে জানাবো।’ অ‌্যালেন শুভ্র শিডিউল ফাঁসানোর অভিযোগ অস্বীকার করেছেন। পরিচালককে এ তথ‌্য জানালে তিনি বলেন—‘শুটিং সেটে আরো অনেক আর্টিস্ট ছিল। এ বিষয়টি সবাই জানেন। চাইলে আপনি তাদের সঙ্গে কথা বলতে পারেন।’

এবারই প্রথম নয়, ২০১৮ সালের এপ্রিলে নির্মাতা নিয়াজ মাহবুবকে মারধরের ঘটনায় নিষিদ্ধ হয়েছিলেন অ‌্যালেন শুভ্র। সংশ্লিষ্ট সংগঠনগুলো তিন মাসের জন্য সব ধরনের শুটিং থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিল তাকে। কিছুদিন আগে ‘আদম’ সিনেমার শুটিং সেটে ঝামেলা বাধিয়েছিল বলে শোনা যায়।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়