ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জব্দ অ‌্যাকাউন্ট থেকে পাওনা পরিশোধের সুযোগ থাকা উচিত: মসিউর রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ১০ এপ্রিল ২০২১  
জব্দ অ‌্যাকাউন্ট থেকে পাওনা পরিশোধের সুযোগ থাকা উচিত: মসিউর রহমান

ড. মসিউর রহমান (ফাইল ছবি)

ব্যাংক অ‌্যাকাউন্ট বন্ধ করার ক্ষমতা রাজস্ব কর্তৃপক্ষের রয়েছে বলে মন্তব‌্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। তিনি বলেন, ‘আর্থিক লেনদেনের অসঙ্গতির কারণে কারও জব্দ হওয়া ব্যাংক অ‌্যাকাউন্ট থেকে পাওনাদারের টাকা পরিশোধের সুযোগ থাকা উচিত।’

শনিবার (১০ এপ্রিল) ডিসিসিআই, দৈনিক সমকাল ও চ্যানেল ২৪ যৌথভাবে আয়োজিত ‘প্রাক-বাজেট আলোচনা: অর্থবছর ২০২১-২২’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

ড. মসিউর রহমান বলেন, ‘রাজস্ব আদায়ে বা তদন্তের স্বার্থে যে কারও বা উদ্যোক্তার ব্যাংক হিসাব বন্ধ করার যৌক্তিকতা রয়েছে। এতে সমস্যা হয়ে যায়। যে উদ্যোক্তার ব্যাংক হিসাব বন্ধ করা হলো,  তার ক্রেতার (যার কাছ থেকে পণ্য কিনে) চুক্তির টাকা এবং শ্রমিকের বেতন দেওয়া সমস্যা হয়ে যায়। অনেকে তা করতে (টাকা পরিশোধ) পারেন না বলে, ব্যবসায় সমস্যা তৈরি হয়, সুনাম নষ্ট হয়। এক পর্যায়ে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী হিসেবে চিহ্নিত হয়।’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘একটা প্রবাদ রয়েছে, রোগীকে আর কোনো ওষুধ দিতে হবে না। ওষুধে কাজ করবে না।  কারণ রোগী মারা গেছে। এক্ষেত্রে আমদের খেয়ল রাখতে হবে, ব্যাংক হিসাব বন্ধ করলেও তার শ্রমিক ও ক্রেতার কার্যক্রমের বিষয়ে সুযোগ দিতে হবে। যেন সে ব্যবসা চালিয়ে যেতে পারে।  রাজস্ব আদায়ে ভূমিকার রাখতে পারে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান। সভায় প্রধানত ৪টি খাতের ওপর সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধি তাদের অভিমত দেন। খাতের মধ্যে ‘ট্যাক্সেশন ও ভ্যাট, আর্থিক খাত, শিল্প ও বাণিজ্য এবং অবকাঠামো (জ্বালানি, লজিস্টিক ও স্বাস্থ্য)।

সভায় এনবিআরের আয়কর নীতির সদস্য মো. আলমগীর হোসেন, সদস্য সৈয়দ গোলাম কিবরিয়া, ভ্যাটনীতির সদস্য মো. মাসুদ সাদিকসহ বাণিজ্য সংগঠনের নেতা এবং গবেষণা প্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

ঢাকা/শিশির/এনই/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়