ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

লকডাউনে বন্ধ হচ্ছে দেশের সিনেমা হল

প্রকাশিত: ১৭:২৬, ১০ এপ্রিল ২০২১   আপডেট: ১৮:০৬, ১০ এপ্রিল ২০২১
লকডাউনে বন্ধ হচ্ছে দেশের সিনেমা হল

করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় দেশের সিনেমা হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হল মালিক সমিতি।

দেশে করোনায় আক্রান্তের হার ও মৃতের সংখ্যা বাড়ছে। এমন পরিস্থিতিতে সরকার আগমী ১৪ তারিখ থেকে ৭ দিনের কঠোর লকডাউনের ঘোষণা দেয়। এই সিদ্ধান্তের প্রতি একাত্মতা জানিয়ে ১৪ তারিখ থেকে দেশের সব সিনেমা হল বন্ধ থাকবে বলে জানিয়েছেন হল মালিক সমিতির সভাপতি কাজী শোয়েব রশিদ।

রশিদ রাইজিংবিডিকে বলেন, ‘করোনা সংক্রমণ প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। স্বাভাবিক কারণে আমরা সিনেমা হলগুলো আপাতত বন্ধ রাখছি। এখন বিকাল ৫টা পর্যন্ত হল খোলা রয়েছে। পুরোপুরি স্বাস্থ্য বিধি মানা হচ্ছে। কিন্তু ১৪ তারিখ থেকে টোটালি সব হল বন্ধ রাখা হবে।’

শুধু ঢাকাই চলচ্চিত্র নয়, হলিউড-বলিউড, টলিউড থেকে শুরু করে সব জায়গাতেই করোনাভাইরাসের প্রভাব পড়েছে। বন্ধ রাখা হয়েছে শুটিং। দেশের কয়েকটি সিনেমার শুটিংও বাতিল করা হয়েছে। এছাড়া সিনেমা মুক্তির তারিখও পিছিয়ে দিচ্ছেন প্রযোজকরা। 

ঢাকা/রাহাত সাইফুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়