ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এফডিসি ফাঁকা, সমিতিতে ঝুলছে তালা

প্রকাশিত: ১৮:০৪, ১০ এপ্রিল ২০২১   আপডেট: ১৮:১৯, ১০ এপ্রিল ২০২১
এফডিসি ফাঁকা, সমিতিতে ঝুলছে তালা

চলচ্চিত্রের আঁতুরঘর বিএফডিসি। প্রতিদিন এখানে কয়েকশ লোকের সমাগম হয়। চলচ্চিত্রের শুটিংয়ের সঙ্গে জড়িত এসব মানুষ সকাল থেকে মধ্যরাত পর্যন্ত সিনেমার লাইট, ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকেন।

এদিকে গত কয়েকদিনে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। এরই মধ্যে সরকার ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে। এখন পর্যন্ত এফডিসিতে শুটিং বন্ধের নির্দেশনা না আাসলেও আগামীকাল আসবে বলে রাইজিংবিডিকে জানান এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রীর বড়ুয়া।

তবে এখনই এফডিসি রীতিমতো ফাঁকা। সিনেমার শুটিং হতে দেখা যায়নি। শুটিং ফ্লোরগুলো ফাঁকা পড়ে আছে। দাপ্তরিক কাজে ব্যস্ত থাকা মানুষগুলো যেন অলস সময় পার করছেন। এছাড়া এফসিডির বিভিন্ন সংগঠনগুলোর অফিসে ঝুলছে তালা। নেই শুটিংয়ের অপেক্ষায় থাকা মানুষের আনাগোনা।

শিল্প সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান রাইজিংবিডিকে বলেন, ‘করোনার কারণে খুব কাজ না থাকলে কেউ ঘর থেকে বের হচ্ছেন না। তাই সমিতিতে আমরা কয়েকজন ছাড়া কেউ আসছেন না।'

গত বছর ২৬ মার্চ সাধারণ ছুটি ঘোষণার পর থেকে দুইমাস বিএফডিসির দাপ্তরিক কাজ বন্ধ ছিল। শুধু পরিচ্ছন্নতা ও নিরাপত্তা কর্মীরা এফডিসিতে ছিলেন।

ঢাকা/রাহাত সাইফুল/মারুফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়