ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গাজীপুরে করোনায় মোট মৃত্যু ১৫০, নতুন আক্রান্ত ৭০

গাজীপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৭, ১০ এপ্রিল ২০২১  
গাজীপুরে করোনায় মোট মৃত্যু ১৫০, নতুন আক্রান্ত ৭০

গাজীপুরে প্রতিনিয়ত বাড়ছে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ। এ জেলায় করোনায় নতুন আক্রান্তের সংখ্যা ৭০ জন। আর দুইজন মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫০ জনে।

শনিবার (১০ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান।

জেলা সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ৩২৬টি নমুনা পরীক্ষায় ৭০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এরমধ্যে গাজীপুর সদর উপজেলায় ৪৮ জন, কাপাসিয়া উপজেলার ১০ জন, কালীগঞ্জ উপজেলায় ১২ জন। গত ২৪ ঘণ্টায় কালিয়াকৈর ও শ্রীপুর উপজেলায় করোনা রোগী শনাক্ত হয়নি।

ডা. খায়রুজ্জামান জানান, গাজীপুর জেলায় এ পর্যন্ত ৬৮ হাজার ৬১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার ফলাফলে ৮ হাজার ৬৩৩ জন শনাক্ত পাওয়া গেছে। এরমধ্যে গাজীপুর সদর উপজেলার ৫ হাজার ৭১৭ জন, কালীগঞ্জ উপজেলায় ৬৮৩ জন, কালিয়াকৈর উপজেলায় ৮৬৯ জন, কাপাসিয়া উপজেলায় ৫৬৪ জন ও শ্রীপুর উপজেলায় ৮০০ জন। 

মোট আক্রান্তদের মধ্য থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৭৫১ জন। 
 

রফিক/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়