ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চাঁদাবাজির অভিযোগে ৩ পুলিশ সদস্য বরখাস্ত

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৪, ৮ মে ২০২১   আপডেট: ১৯:২৯, ৮ মে ২০২১
চাঁদাবাজির অভিযোগে ৩ পুলিশ সদস্য বরখাস্ত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় অটোরিকশাচালকের কাছ থেকে ৭০০ টাকা চাঁদাবাজির অভিযোগে হাইওয়ে পুলিশের এক এসআইসহ তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান। তিনি বলেন, শনিবার (৮ মে) দুপুরে পুলিশ সদরদপ্তর থেকে তাদের সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বরখাস্তকৃত পুলিশ সদস্যদের পরিচয় প্রকাশে নিষেধ থাকায় তা প্রকাশ করেননি তিনি।

গত মঙ্গলবার (৪ মে) মধ্যরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজের পাশে অটোরিকশাচালক শামীমের কাছ থেকে ৭০০ টাকা চাঁদা নেয় ভালুকা হাইওয়ে পুলিশ। পরদিন বুধবার (৫ মে) মধ্যরাতে ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ তার ফেসবুক প্রোফাইলে পুরো ঘটনা তুলে ধরেন। এরপর বিষয়টি আলোচনায় আসে।
 

মিলন/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়