ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনার দ্বিতীয় ঢেউ, তবু স্বাস্থ্যবিধির বিষয়ে উদাসীন মানুষ

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৪, ২১ মে ২০২১  
করোনার দ্বিতীয় ঢেউ, তবু স্বাস্থ্যবিধির বিষয়ে উদাসীন মানুষ

ফাইল ফটো

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সারা দেশে চলছে লকডাউন। করোনায় ইতোমধ্যে ১২ হাজারের বেশি বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। তবু, অনেক মানুষ এখনও স্বাস্থ‌্যবিধি মানার ব‌্যাপারে উদাসীন। মাস্ক ব‌্যবহার ও সামাজিক দূরত্ব মানার ক্ষেত্রে অনীহা তাদের। ফলে করোনার সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন স্বাস্থ‌্য বিশেষজ্ঞরা।

২০ ও ২১ মে রাজধানীর গুলিস্তান, বংশালসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাস্ক ছাড়াই চলাফেরা করছে অনেক মানুষ। তারা গণপরিবহনে চলছেন সামাজিক দূরত্ব বজায় না রেখে। হাত না ধুয়েই চলছে চা-বিস্কুট-বিড়ি খাওয়া।

সিএনজিচালিত অটোরিকশায় করে মাওয়া থেকে গুলিস্তানে এসেছেন খলিলুর রহমান। স্বাস্থ্যবিধির বিষয়ে জানতে তিনি বলেন, ‘প্রায় ৩ ঘণ্টা সিএনজিতে করে আসলাম। আমি একবারের জন্যও মাস্ক খুলিনি, পানি পর্যন্ত খাইনি। কিন্তু অন্য সিটে যারা ছিলেন কারও মুখে মাস্ক নেই। আমরা সচেতন আছি। কিন্তু আশপাশের মানুষ সচেতন না হলে কীভাবে চলবে?’

নবাবপুরে ইলেকট্রনিকস ব্যবসায়ী আবুল হোসেন বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে মাস্ক পরতে এবং নির্দিষ্ট দূরত্ব মেনে চলতে নির্দেশনা দিয়েছে সরকার। কিন্তু নবাবপুরের মার্কেটে আসা-যাওয়া করা অধিকাংশ মানুষ এ বিষয়ে সচেতন নন। এতে সংক্রমণ বাড়ার আশঙ্কা আছে। স্থানীয় প্রশাসনের ঢিলেঢালা নজরদারির সুযোগে সাধারণ মানুষের মধ্যে গা-ছাড়া ভাব।’ 

রাজধানীর বিভিন্ন কাচাঁববাজার ঘুরে দেখা গেছে, ক্রেতা-বিক্রেতাদের অধিকাংশই স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না। রায়েরবাগ বাজারে জামিল হায়দার, আব্দুর রহমানসহ কয়েকজনের সঙ্গে কথা হয়। তারা বলেন, ‘মানুষের মধ্যে করোনার ভয় নাই। এ কারণেই তারা মাস্ক ব্যবহার করেন না।‘

যাত্রাবাড়ী বাজারের মুদি দোকানি রফিকুল বলেন, ‘কাজের সময় স্বাস্থ্যবিধি মানা ও মানানো অনেক কঠিন। নিজে সচেতন না হলে এটা সম্ভব না।’

সচিবালয় ক্লিনিকের চিকিৎসক ডা. আব্দুল মজিদ বলেন, ‘মানুষের মধ্যে সচেতনতার অভাব আছে। নিজেদের নিরাপত্তার কথা মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতে হবে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্দেশনা জারি করেছে প্রশাসন। শুধু নির্দেশনা দিলে হবে না, সেটি বাস্তবায়ন হচ্ছে কি না, সেজন্য মনিটরিং জোরদার করতে হবে।’ স্বাস্থ‌্যবিধি পরিপালন নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ওপর জোর দেওয়ার আহ্বান জানান তিনি। 

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ‘করোনা থেকে রক্ষা পাওয়ার উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা। স্বাস্থ্যবিধি না মানলে চরম মূল্য দিতে হবে। করোনা থেকে বাঁচতে চাইলে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই।’

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়