ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফাইজারের টিকা বিষয়ে যা বলছেন বিশেষজ্ঞরা

মেসবাহ য়াযাদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ১ জুন ২০২১   আপডেট: ১৬:০৮, ১ জুন ২০২১
ফাইজারের টিকা বিষয়ে যা বলছেন বিশেষজ্ঞরা

ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার ১ লাখ ৬২০ ডোজ সোমবার (৩১ মে) রাতে বাংলাদেশে এসেছে। এ টিকার প্রথম ডোজ নেওয়ার তিন থেকে চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হয়। ফাইজারের টিকা মাইনাস ৯০ ডিগ্রি থেকে মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। এ টিকা ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাঁচ দিন এবং ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাত্র দুই ঘণ্টা কার্যকর থাকে। ১২ বছর ও তার বেশি বয়সী মানুষের জন্য ব্যবহারযোগ্য ফাইজার-বায়োএনটেকের তৈরি এ টিকা।

এত কম তাপমাত্রায় টিকা সংরক্ষণের ব্যবস্থা বাংলাদেশের সবখানে নেই। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এত কম তাপমাত্রায় ২ লাখ ডোজ টিকা সংরক্ষণের সক্ষমতা তাদের আছে। তাই, প্রথম দফায় গতকাল রাতে যে ১ লাখ ৬২০ ডোজ ফাইজারের টিকা এসেছে, সেগুলো ঢাকাতেই সংরক্ষণ করা হবে। তবে, এ টিকা শুধু ঢাকাতেই প্রয়োগ করা হবে কি না, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন কোভিড-১৯ টিকা ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক।

কোভিড-১৯ টিকা ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হকের বরাত দিয়ে কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘শুধু ঢাকাতেই দেওয়া হবে ফাইজারের টিকা'। এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক বলেছেন, ‘আমি আসলে বলেছি, ফাইজারের টিকা ঢাকায় রাখার সক্ষমতা আছে। এটাকে যদি কেউ অন্যভাবে উপস্থাপন করে, তাহলে কিছু করার নেই। মিডিয়াতে একরকম কথা বললে সেটাকে যদি অন্যভাবে তুলে ধরা হয়, তাহলে তো মিডিয়ার সঙ্গে কথা বলাই মুশকিল হবে।’

তিনি আরও বলেন, ‘আমি বলেছি সক্ষমতার কথা। তারা লিখেছেন, ঢাকাতেই দেওয়া হবে। এটা আসলে ঠিক না। এই টিকা আমরা ঢাকায় রাখব, তারপর সিদ্ধান্ত হবে, কোথায় দেওয়া হবে। আমাদের কমিটি এ বিষয়ে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেবে।'

অন্যদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেছেন, ‘ফাইজারের টিকা ঢাকায় প্রয়োগের সম্ভাবনাই বেশি। এ টিকা মাইনাস ৯০-৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হয়। এ ধরনের ফ্রিজিং ব্যবস্থা কেবল ঢাকা ও চট্টগ্রামে আছে। এ টিকা দূরেও নিয়ে যাওয়া যাবে না। ফ্রিজ থেকে বের করার পর, এ টিকা এক ঘণ্টার মধ্যেই ব্যবহার করতে হবে। সবমিলিয়ে ঢাকার বাইরে নেওয়ার ব্যাপারে অনেক জটিলতা আছে। তাই আমার মতে, ঢাকা মেট্রোপলিটন শহর ছাড়া অন্য কোথাও নতুন এ টিকা প্রয়োগ সম্ভব নয়।’

ফাইজারের টিকার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেছেন, ‘ফাইজারের টিকা শুধু ঢাকায় দেওয়া হবে, এমন কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা সবাই আলোচনা করে সিদ্ধান্ত নেব। এ টিকা তো অন্যান্য টিকার মতো নয়। অন্য কোথাও দিতে হলে কোল্ডচেইন মেইনটেইন করতে হবে। যেখানে সেটা মেনটেইন করা যাবে, সেখানে দেওয়া হবে।’

উল্লেখ্য, করোনাভাইরাস মোকাবিলায় এ পর্যন্ত বাংলাদেশে ৯৯ লাখ ৪ হাজার ৩১ ডোজ টিকা দেওয়া হয়েছে।

ঢাকা/মেসবাহ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়