ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৬ বছর মাটি খুঁড়ে নিজেই বানালেন পাতালঘর

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৪, ২ জুন ২০২১   আপডেট: ১৪:৩১, ২ জুন ২০২১
৬ বছর মাটি খুঁড়ে নিজেই বানালেন পাতালঘর

বাবা-মায়ের সঙ্গে ঝগড়া। ১৪ বছর বয়সি আন্দ্রেস কান্তো সিদ্ধান্ত নিলেন তাদের সঙ্গে থাকবেন না। তবে বাড়ি ছেড়ে গেলেন না তিনি। বের করলেন ভিন্ন পথ।

বাড়ির পেছনে বাগানে মাটি খোঁড়া শুরু করলেন। এরপর দীর্ঘ ছয় বছর ধরে তিনি এই কাজ করেছেন। প্রতিদিন স্কুল থেকে ফিরেই মাটি খুঁড়তে শুরু করতেন কান্তো। আর এ ভাবেই তিনি তৈরি করেছেন পাতালঘর।

তবে মাটির নিচে হলেও আধুনিক সময়ের সব সুযোগ রয়েছে কান্তোর পাতালঘরে। ওয়াইফাই, মিউজিক সিস্টেম, বসার ঘর, বাথরুম এমনকি ঘর ঠান্ডা হলে গরম করার জন্য হিটিং মেশিনেরও ব্যবস্থা করেছেন কান্তো।

শখের পাতালঘর বানাতে কান্তোর খরচ হয়েছে ৬০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৫ হাজার টাকা। ছোটবেলা থেকেই কুঁড়ে ঘরে থাকতে পছন্দ করতেন আন্দ্রেস কান্তো। সেটি থেকেই পাতালঘরের পরিকল্পা তার মাথায় আসে।

কান্তোর ভাষায়, ‘আমার কুঁড়ে ঘর তৈরি করতে ভালো লাগে। আমি গ্রামে থাকি। যখনই পরিত্যক্ত কোনো জঙ্গল পেতাম সেখানে ঘর তৈরি করতাম।’

যদিও মাঝে মাঝে বৃষ্টি, বন্যা কিংবা পোকা-মাকড়ের উপদ্রব হতো। তবে কান্তো ভয় পান না। তিনি বলেন, ‘এগুলো নিয়ে আমার কোনো সমস্যা নেই। তাদের ঘর ভেঙে ফেলতাম, ফলে আমার নতুন ঘরে তারা থাকতে চায়।’ 

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ভাইরাল হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেখানে পরিদর্শনে যান। আন্দ্রেস কান্তোর পাতালঘর নিয়ম মেনে তৈরি কিনা তা খতিয়ে দেখেন তারা। এমনকি কান্তোর মা-ও ছেলের পাতালঘর পছন্দ করেছেন।

মারুফ/তারা

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়