ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

৭৫ দিনের মধ্যে ভারতে সর্বনিম্ন করোনা শনাক্ত 

আন্তর্জাতিক ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ১৫ জুন ২০২১   আপডেট: ১৩:১৩, ১৫ জুন ২০২১
৭৫ দিনের মধ্যে ভারতে সর্বনিম্ন করোনা শনাক্ত 

ভারতে গত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে ৬০ হাজার লোকের করোনা শনাক্ত হয়েছে। যা গত ৭৫ দিনের মধ‌্যে সর্বনিম্ম।

মঙ্গলবার (১৫ জুন) টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ‌্য জানানো হয়েছে।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।

ভারতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬০ হাজার ৪৭১ জনের। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ৮৮১ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৭২৬ জন। গত ৫ দিন পর দেশের দৈনিক মৃত্য ৩ হাজারের নীচে নামলো। এ নিয়ে দেশেটিতে মোট প্রাণ হারিয়েছেন ৩ লাখ ৭৭ হাজার ৬১ জন। তবে সুস্থ হয়েছেন ২ কোটি ৮২ লাখ ৮০ হাজার ৪৭২ জন।

ভারতের অধিকাংশ রাজ্যে সংক্রমণ কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১২৯ জন। ২ মার্চের পর এই প্রথমবার ওই রাজ্যে একদিনে আক্রান্তের সংখ্যা এত কম হলো। কর্ণটকেও আক্রান্তের সংখ্যা ৭ হাজারের নীচে নেমেছে। কেরালাতে শনাক্ত ৮ হাজারের নীচে। তবে তামিলনাড়ুতে দৈনিক আক্রান্ত সাড়ে ১২ হাজারের উপরেই রয়েছে। পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশাতে করোনা শনাক্ত ৫ হাজারের নীচে নেমেছে।

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়