ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

এনসিসি ব্যাংক ৭০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫২, ১৬ জুন ২০২১  
এনসিসি ব্যাংক ৭০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের (এনসিসি ব্যাংক) পরিচালনা পর্ষদ বন্ড ইস্যুর মাধ্যমে ৭০০ কোটি টাকা সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১৬ জুন) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি এনসিসি ব্যাংক নন-কনভার্টেবল সাবঅর্ডিনেটেড বন্ড-২ বন্ড ইস্যু করবে। বন্ড ইস্যু করে সংগৃহীত অর্থ দিয়ে ব্যাসেল-৩ এর শর্ত পরিপালনে টায়ার-২ মূলধন শক্তিশালী করবে।

বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন পেলেই বন্ড ইস্যু করবে এনসিসি ব্যাংক।

এনসিসি ব্যাংক ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৯৪৫ কোটি ৯২ লাখ টাকা।

ঢাকা/এনএফ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়