ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পাঠশালার লিডারশিপ কর্মশালা অনুষ্ঠিত 

নোবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ১৬ জুন ২০২১  
পাঠশালার লিডারশিপ কর্মশালা অনুষ্ঠিত 

তারুণ্যভিত্তিক সংগঠন ‘পাঠশালা’ আয়োজিত ‘ইফেক্টিভ লিডারশিপ’ কর্মশালা মঙ্গলবার (১৫ জুন) রাতে অনলাইনে হয়েছে। সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণের লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করে সংগঠনটি।

পুরো আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিল দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।

এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন পাঠশালার কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ জিয়ান। এতে প্রায় অর্ধ-শতাধিক শিক্ষার্থী ও কর্মজীবী অংশগ্রহণ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন পাঠশালার প্রতিষ্ঠাতা এবাদুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ বিভিন্ন শাখার সদস্যরা।

এবিষয়ে এবাদুল ইসলাম বলেন, কর্মশালা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। তরুণদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণের লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে। আয়োজনের সাথে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পাঠশালা শুরু থেকেই কাজ করে যাচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ফাহিম/মাহি 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়