ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

অমির রিক্রুটিং এজেন্সিতে অভিযান, ২ শতাধিক পাসপোর্ট জব্দ 

জ‌্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ১৬ জুন ২০২১   আপডেট: ১৪:৪৯, ১৬ জুন ২০২১
অমির রিক্রুটিং এজেন্সিতে অভিযান, ২ শতাধিক পাসপোর্ট জব্দ 

তুহিন সিদ্দিকী ওরফে অমি (ফাইল ফটো)

অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার তুহিন সিদ্দিকী ওরফে অমির দুটি রিক্রুটিং এজেন্সিতে অভিযান চালিয়েছে পুলিশ। সেখান থেকে ২ শতাধিক পাসপোর্ট জব্দ করা হয়েছে। 

পাসপোর্ট জব্দের পর অমিসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পাসপোর্ট আইনে রাজধানীর দক্ষিণখান থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে।

বুধবার (১৬ জুন) দুপুরে দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ  (ওসি) শিকদার মে. শামীম তালুকদার রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সাভার থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অমি ছাড়াও বাছির ও মশিউর রহমান নামে আরও দু’জনকে আসামি করা হয়েছে। 

দক্ষিণখান থানা সূত্রে জানা গেছে, এসব পাসপোর্টের বেশির ভাগই তরুণী কিংবা মধ্যবয়সী নারীর নামে করা।

পুলিশ জানিয়েছে, এতো পাসপোর্ট এখানে কেন তারা জড়ো করেছে তা জনাতে অমিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। 

উল্লেখ্য, বুধবার (৯ জুন) আশুলিয়ার বিরুলিয়া ঢাকা ক্লাবে পরীমনিকে ধর্ষণ ও হত‌্যাচেষ্টা করা হয়। এ ঘটনায় পরীমনি সাভার মডেল থানায় মামলা দায়ের করলে অভিযান চালিয়ে ব‌্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, অমিসহ ৫ জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা/মাকসুদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়