ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শেখ জামালের জয়ে বৃথা গেলো ইমনের ৫ উইকেট

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ১৬ জুন ২০২১   আপডেট: ১৯:০২, ১৬ জুন ২০২১
শেখ জামালের জয়ে বৃথা গেলো ইমনের ৫ উইকেট

মোস্তাফিজুর রহমান, সালাউদ্দিন শাকিলের পর তৃতীয় বোলার হিসেবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে ৫ উইকেট পেলেন মিডিয়াম পেসার আনিসুল ইসলাম ইমন। বুধবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মাত্র ২ ওভার বোলিং করে ২৩ রানে ৫ উইকেট নিয়েছেন ওল্ড ডিওএইচএসের এই বোলার।

তবে ইমনের ক্যারিয়ার সেরা ইনিংস দলকে জেতাতে যথেষ্ট ছিল না। শেখ জামাল ১৬ রানে হারায় ওল্ড ডিওএইচএসকে। বিকেএসপিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৩ ওভারে শেখ জামাল ৮ উইকেটে ১২০ রান তোলে। জবাবে ৭ উইকেট হারিয়ে ১০৪ রানের বেশি করতে পারেনি ওল্ড ডিওএইচএস।

ম্যাচের অষ্টম ওভারে বোলিংয়ে এসেছিলেন ইমন। এসেই প্রথম বলে ছক্কা হজম করেন সৈকতের ব্যাটে। তবে পরের বলে শেখ জামালের টপ স্কোরারকে ফিরিয়ে স্বস্তি আনেন। সৈকত ২৩ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৭ রান করেন। পরের বলে ইমন আউট করেন মোহাম্মদ আশরাফুলকেও। ১২তম ওভারে বোলিংয়ে এসে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেটের স্বাদ নেন ইমন। ওভারের প্রথম বলে ইমরুল কায়েসকে (১১), তৃতীয় বলে এনামুল হককে (৪) ও পঞ্চম বলে তানবীর হায়দারকে (৬) আউট করেন।

 লক্ষ্য তাড়ায় শেখ জামালের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভালো করতে পারেনি ওল্ড ডিওএইচএস। রায়ান রাফসানের ৩৬ ও মাহমুদুল হাসান জয়ের ৩৩ রানের দুটি ইনিংসে লড়াই হয়েছিল। এছাড়া কেউ দলের হাল ধরতে পারেননি। বল হাতে শেখ জামালের হয়ে ২টি করে উইকেট নেন ইবাদত, শাকিল ও জিয়াউর।

এ জয়ে সুপার লিগে এক পা দিয়ে রেখেছে শেখ জামাল। ১০ ম্যাচে ৬ জয়ে তাদের পয়েন্ট ১২। শেষ ম্যাচে জয় পেলে সুপার লিগ নিশ্চিত করবে।

ঢাকা/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ