ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

নাসিরনগরে পাচারের সময় ভিজিডির ১৩০০ কেজি চাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৬, ১৬ জুন ২০২১  
নাসিরনগরে পাচারের সময় ভিজিডির ১৩০০ কেজি চাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বস্তা পরিবর্তন করে পাচারের সময় ভিজিডি কর্মসূচির এক হাজার ৩০০ কেজি চাল জব্দ করা হয়েছে। বুধবার উপজেলার গোয়ালনগর ইউনিয়ন পরিষদের কাছে নৌকা ঘাট থেকে এই চাল জব্দ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার গোয়ালনগর ইউনিয়নের ১২৭ জন হতদরিদ্র নারীর মধ্যে ভিজিডি কর্মসূচির তিন হাজার ৮০০ কেজি চাল বিতরণ করার কথা। কিন্তু সব চাল বিতরণ না করে কালোবাজারিদের কাছে  এক হাজার ৩০০ কেজি চাল বিক্রি করে দেয়। বুধবার ইউনিয়ন পরিষদের কাছে নৌকা ঘাটে গোয়ালনগর ইউনিয়নের বাসিন্দা মমিন মিয়া ও শফিকুল মিয়া সরকারি বস্তা পরিবর্তন করে। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে নৌকাঘাটে গেলে মমিন মিয়া, শফিকুল মিয়া ও নাসিরনগরের এক চাল ব্যবসায়ী পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ একটি হ্যান্ড ট্রলিসহ ৪৪ বস্তা (১৩০০ কেজি) চাল জব্দ করে।

গোয়ালনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আজিলক মিয়া জানান, ‘ইউনিয়ন পরিষদের কাছে প্রকাশ্যে সরকারি বস্তা পরিবর্তন করে চাল পাচার করছিলো কয়েকজন। বিষয়টি গ্রামবাসীকে জানালে সবাই মিলে চাল আটক করি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হালিমা খাতুন বলেন, ‘গোয়ালনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চাল আটকের বিষয়টি ফোন করে আমাকে জানান। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

মাইনুদ্দীন রুবেল/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়