ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নোয়াখালীতে আরও ৯১ জনের করোনা শনাক্ত

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪০, ১৯ জুন ২০২১   আপডেট: ১০:৪৩, ১৯ জুন ২০২১
নোয়াখালীতে আরও ৯১ জনের করোনা শনাক্ত

নোয়াখালীতে নতুন ৯১ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ১৫৯ জনে।

আক্রান্তের হার শতকরা ২৪ দশমিক ৫৯ ভাগ। গত ২৪ ঘণ্টায় করোনায় কোনো প্রাণহানি হয়নি। এই পর্যন্ত জেলাতে মৃতের সংখ্যা ১২৯ জন।

শনিবার (১৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ৩১৩টি নমুনা পরীক্ষায় ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নোয়াখালী সদরের ৪০ জন, বেগমগঞ্জের ১৬ জন, হাতিয়ার দুই জন, সুবর্ণচরের এক জন,  সোনাইমুড়ীর পাঁচ জন, চাটখিলের পাঁচ জন, সেনবাগের পাঁচ জন,  কোম্পানীগঞ্জের ১৩ জন ও কবিরহাটের চার জন রয়েছেন।

এ নিয়ে নোয়াখালীতে করোনায় আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ১০ হাজার ১৫৯ জন। যার মধ্যে সদরের ৩ হাজার ৮৫১ জন আর বিভিন্ন উপজেলার ৬ হাজার ৩০৮ জন।

সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় কোনো মৃত্যু হয়নি। নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ১২৯ জনের। যার মধ্যে সদরের ২৪ জন আর বিভিন্ন উপজেলার ১০৫ জন।

সুজন/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়