ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

মহিষের জন্য ছেলের বাবাকে নির্যাতন, ভাইরাল ভিডিওতে নিন্দার ঝড়

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ১৯ জুন ২০২১   আপডেট: ১৪:০৭, ১৯ জুন ২০২১
মহিষের জন্য ছেলের বাবাকে নির্যাতন, ভাইরাল ভিডিওতে নিন্দার ঝড়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দেলোয়ার ফরাজী (৬৫) নামে এক বৃদ্ধ ছেলের নির্যাতনের শিকার হয়েছেন। নির্যাতনকারী ওই ছেলের নাম ফিরোজ ফরাজী (৩৫)। নির্যাতনের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দা, প্রতিবাদের ঝড় ওঠে।

বুধবার (১৬ জুন) দুপুরে উপজেলার দক্ষিণ চরমোন্তাজ গ্রামে এ ঘটনা ঘটে।

পরদিন রাতে নির্যাতনের ২৭ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ছেলে বাবাকে টেনে হিঁচড়ে একটি খালের দিকে নিয়ে যাচ্ছে। বাবার পরনের গেঞ্জি টেনে ছিঁড়ে ফেলছে। আশপাশের লোকজন এ সময় এগিয়ে না এলেও একজন নারী ফিরোজ ফারাজীকে থামতে বলছেন।

স্থানীয়রা জানান, নির্যাতনের শিকার ওই বৃদ্ধের সঙ্গে বড় ছেলে আলমাছ ফরাজীর পারিবারিক বিরোধ চলছে। আলমাছ ফরাজীর স্ত্রী চরমোন্তাজ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য। স্ত্রীর প্রভাব খাটিয়ে দীর্ঘদিন সে বাবাকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। এরই মধ্যে বাবার কাছে একটি মহিষ দাবি করেন আলমাছ ফরাজী। মহিষ না দেওয়ায় ছোটভাই ফিরোজ ফরজীকে সে বাবার বিরুদ্ধে লেলিয়ে দেয়। বড় ভাইয়ের উস্কানিতেই প্রকাশ্যে বাবাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন ফিরোজ। এ সময় স্থানীয় একজন মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। একদিন পর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। কুলাঙ্গার সন্তানের বিচার দাবি করে অনেকেই ফেইসবুক ওয়ালে ভিডিওটি পোস্ট করছেন।

ভিডিওর কমেন্টস বক্সে একজন লিখেছেন: ‘এমন ছেলে পরিবার তো বটেই সমাজের জন্যও লজ্জাজনক। এদের কঠিন শাস্তি পাওয়া উচিত।’  

এ প্রসঙ্গে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান জানান, বৃদ্ধ ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। বর্তমানে মামলা প্রক্রিয়াধীন। আসামিকে ছাড় দেওয়া হবে না।
 

প্রিতম/তারা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়