ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নোয়াখালী পৌরসভা ও ৬ ইউনিয়নে চলছে তৃতীয় দফা লকডাউন

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ১৯ জুন ২০২১  
নোয়াখালী পৌরসভা ও ৬ ইউনিয়নে চলছে তৃতীয় দফা লকডাউন

নোয়াখালীতে করোনা সংক্রমণ না কমায় নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে তৃতীয় দফা লকডাউন চলছে।

শনিবার (১৯ জুন) সকাল ৬টা থেকে তৃতীয় দফার এই লকডাউন শুরু হয়। চলবে আগামী ২৫ জুন রাত ১২টা পর্যন্ত।

জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম খান বিষয়টি নিশ্চিত করেন।

জেলা প্রশাসক জানান, প্রথম ধাপে (৫-১১ জুন) লকডাউন শেষে গত ১২ জুন থেকে ১৮ জুন পর্যন্ত দ্বিতীয় দফা লকডাউন বাড়ানো হয়েছিলো। তবে করোনা সংক্রমণ না কমায় লকডাউন আজ থেকে আরও সাতদিন বর্ধিত করা হয়েছে। যা আগামী ২৫ জুন রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে। একই সঙ্গে আগের সব বিধিনিষেধ বহাল থাকবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লকডাউনকে আরও কার্যকর করতে জেলায় বন্ধ থাকবে সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল। চলমান লকডাউনে ৬ টিমে পুলিশ ও আনসারের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাদের কার্যক্রম পরিচালনা করছে।

জেলা শহর মাইজদীর পৌর বাজারে বাজার করতে এসেছেন ব্যবসায়ী আজিম উদ্দিন। তিনি বলেন, ‘দ্বিতীয় দফা লকডাউনের আগে বাজার করেছিলাম। সেই থেকে আর বাজারে আসা হয়নি। আজ (শনিবার) আসলাম ঘরে নিত্য প্রয়োজনীয় কিছু সামগ্রী নিতে। এসে দেখলাম কঠোর লকডাউন। মোড়ে মোড়ে পুলিশ দাঁড়ায়ে আছে।’

দুলাল নামের এক পিকআপের চালক বলেন, ‘ঘরে চালডাল নেই, এক সপ্তাহ পরে বের হয়েছি, যদি কোনো ভাড়া পাই তাহলে বাজার করে বাড়ি ফিরবো।’

শহরের অটোরিকশারচালক হাবিব উল্যাহ বলেন, ‘জানি লকডাউন চলছে কিন্তু কতদিন ঘরে বসে থাকবো? পেট চালাতে হলে গাড়ির চাকাতো ঘুরাতে হবে।’

এদিকে, গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে নতুন করে ৯১ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। ফলে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ১৫৯ জনে। নতুন আক্রান্তের হার শতকরা ২৪ দশমিক ৫৯ ভাগ। এসময় গত ২৪ ঘণ্টায় করোনায় কোনো প্রাণহানি হয়নি। এই পর্যন্ত জেলাতে মৃতের সংখ্যা ১২৯ জন।

শনিবার (১৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে নোয়াখালী সদরের ৪০ জন, বেগমগঞ্জের ১৬ জন, হাতিয়ার দুই জন, সুবর্ণচরের এক জন, সোনাইমুড়ীর পাঁচ জন, চাটখিলের পাঁচ জন, সেনবাগের পাঁচ জন, কোম্পানীগঞ্জের ১৩ জন ও কবিরহাটের চার জন রয়েছেন।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়