ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ১৯ জুন ২০২১  
হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতের হিলি বন্দরের অভ্যন্তরীণ জটিলতার কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি।

শনিবার (১৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিঅ‌্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ।

সভাপতি জানান, আজ দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ভারত থেকে হিলি বন্দরে কোনো প্রকার পণ্যবাহী ট্রাক প্রবেশ করেনি। যদিও সকাল ১১টার মধ্যে পণ্যবাহী ট্রাকগুলো বন্দরে প্রবেশ করে থাকে।

সভাপতি আরও জানান, ভারতে গাড়ির সিরিয়াল নিয়ে ওই দেশের ব্যবসায়ীদের মধ্যে জটিলতা সৃষ্টি হয়েছে। কাঁচামাল পণ্য রপ্তানিকারকরা বলছেন, তাদের কাঁচামাল পণ্যের গাড়ি আগে হিলি বন্দরে রপ্তানি করতে হবে। আবার শুকনো জাতীয় পণ্য রপ্তানিকারকরা বলছেন, তাদের পণ্যের গাড়ি আগে সিটিয়াল দিতে হবে। মূলত গাড়ির সিরিয়াল নিয়ে তাদের মাঝে একটা দ্বন্দ্ব কাজ করছে। এই কারণে বন্দরে এখন পর্যন্ত কোনো গাড়ি প্রবেশ করেনি।

এদিকে, হিলি চেকপোস্টের এন্ট্রি রুমের হাফিজ উদ্দিন রাইজিংবিডিকে জানান,  ওই দেশে ব্যবসায়ীদের মধ্যে সিরিয়াল নিয়ে একটা জটিলতা চলছে। খবর পেয়েছি, তাদের মধ্যে মিটিং চলছে, মিটিং শেষে তারা গাড়ি বন্দরে দেবেন বলে জানিয়েছেন।

মোসলেম/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়