ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গাজীপুরে সিলিন্ডার লিকেজের আগুনে মা-মেয়ে দগ্ধ

গাজীপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১২, ১৯ জুন ২০২১  
গাজীপুরে সিলিন্ডার লিকেজের আগুনে মা-মেয়ে দগ্ধ

গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি বাসায় আগুন লেগে মা-মেয়ে দগ্ধ হয়েছে। পরে তাদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।  

উপজেলার মুলাইদ গ্রামের বাসায় শনিবার (১৯ জুন) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, বাগেরহাটের কাফিলাবাগের গোলাম মোস্তফার স্ত্রী সোনিয়া জান্নাত (২৫) ও তাদের মেয়ে হুমাসা জান্নাত (২)।

গ্রামবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মুলাইদ গ্রামের বহুতল ভবনের ৫ম তলায় ফ্ল্যাট ভাড়া নিয়ে পরিবারসহ থাকতেন গোলাম মোস্তফা। ওই ফ্ল্যাটে হঠাৎ গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুন লেগে যায়। এ সময় মা ও শিশু কন্যা আগুনে দগ্ধ হয়। পরে স্থানীয়রা আগুন নেভায় এবং দগ্ধদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাদের ঢাকায় জাতীয় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। 

গোলাম মোস্তফা স্থানীয় কারখানায় কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। 

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রায়হান চৌধুরী জানান, গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। দগ্ধ মা-মেয়ের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। 
 

রেজাউল/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়