ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মাস্ক না পরায় গুলি!

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩০, ২৬ জুন ২০২১   আপডেট: ১৪:৩৯, ২৬ জুন ২০২১
মাস্ক না পরায় গুলি!

করোনা মহামারির এই সময়ে মাস্ক পরার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে জনসম্মুখে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার ক্ষেত্রে নানা আইনও করা হয়েছে। কিন্তু তাই বলে মাস্ক না পরায় গুলি!

সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বৈরিলিতে। মাস্ক না পরায় গ্রাহককে গুলি করেছেন ভারতের রাষ্ট্রয়ত্ত ব্যাংকের এক নিরাপত্তা কর্মী।

প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যমতে, শুক্রবার (২৫ জুন) দুপুরে রাজেশ কুমার নামের এক গ্রাহক ব্যাংকে যান। কিন্তু তার মুখে মাস্ক ছিল না। নিরাপত্তা কর্মী তাকে ঢুকতে বাধা দিলে এ নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। এক সময় গ্রাহকের দিকে গুলি ছোড়েন সেই নিরাপত্তাকর্মী।

পরবর্তী সময়ে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়লে পুলিশ ডাকা হয়। এরপর সেই নিরাপত্তা কর্মীকে থানায় নেওয়া হয়। অন্যদিকে হাসপাতালে ভর্তি গ্রাহক রাজেশ কুমার। গুলি তার পায়ে লেগেছে। তার অবস্থা স্থিতিশীল। জ্ঞান ফিরলে রাজেশ কুমারের বয়ান রেকর্ড করা হবে।

পুলিশ জানিয়েছে, কেশব প্রসাদ মৌর্য নামের ওই নিরাপত্তা কর্মী তার লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি ছুড়েছে। তার বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়