ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নোয়াখালীতে আরো ৫ মৃত্যু, শনাক্ত ২৩৬

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ৫ আগস্ট ২০২১  
নোয়াখালীতে আরো ৫ মৃত্যু, শনাক্ত ২৩৬

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৩৬ জনের। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৮০৪ জনে। নতুন শনাক্তের হার ৩৩ দশমিক ৯শতাংশ। 

অপরদিকে গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৬ জনে। এর মধ্যে রয়েছেন সদর উপজেলায় ৩৬ জন, সুবর্ণচরে ৬ জন, হাতিয়া ২ জন, বেগমগঞ্জ ৬১ জন, সোনাইমুড়ীতে ১৬ জন, চাটখিলে ২৩ জন, সেনবাগে ২৫ জন, কোম্পানীগঞ্জে ৪ জন ও কবিরহাটে রয়েছে ২৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ১৬ শতাংশ।

বৃহস্পতিবার ( ৫ আগস্ট) জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন সদর উপজেলায় ৬০ জন, সুবর্ণচরে ১৩ জন, হাতিয়ায় ৫ জন, বেগমগঞ্জে ১২ জন,সোনাইমুড়ীতে ২ জন, চাটখিলে ১৩ জন, সেনবাগে ৯ জন, কোম্পানীগঞ্জে ৯২ জন, কবিরহাটে ৩০ জন রয়েছেন।

এদিকে বর্তমানে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৬ হাজার ১১৬ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত ৯১ জন ভর্তি রয়েছেন।

সুজন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়