ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রবাসী কল্যাণ ব্যাংকে চাকরি

ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২১, ৮ সেপ্টেম্বর ২০২১  
প্রবাসী কল্যাণ ব্যাংকে চাকরি

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত প্রবাসী কল্যাণ ব্যাংকে একাধিক পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ৫টি পদে মোট ৬৪ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: উপ-মহাব্যবস্থাপক/ভাইস প্রেসিডেন্ট

পদ সংখ্যা: ৮।

আবেদনের যোগ্যতা: তফসিলি ব্যাংকে এজিএম পদে বৈদেশিক বিনিময়/ট্রেজারি/আইটি/সিস্টেম অডিট/অর্থ ও হিসাব বিষয়ে ন্যূনতম তিন বছরের চাকরিসহ ব্যাংক কর্মকর্তা হিসেবে ৯ম বা এর বেশি গ্রেডে ১৫ বছরের অভিজ্ঞতা থাকবে হবে। শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

বয়সসীমা: ২৫ মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ ৫০ বছর।

বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।

পদের নাম: সহকারী মহাব্যবস্থাপক/ডেপুটি ভাইস প্রেসিডেন্ট

পদ সংখ্যা: ২০।

আবেদনের যোগ্যতা: তফসিলি ব্যাংকে এসপিও পদে বৈদেশিক বিনিময়/ট্রেজারি/আইটি/সিস্টেম অডিট/অর্থ ও হিসাব বিষয়ে ন্যূনতম তিন বছরের চাকরিসহ ব্যাংক কর্মকর্তা হিসেবে ৯ম বা এর বেশি গ্রেডে ১২ বছরের অভিজ্ঞতা থাকবে হবে। শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

বয়সসীমা: ২৫ মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ ৪৭ বছর।

বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা।

পদের নাম: সিনিয়র প্রিন্সিপাল অফিসার/অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট

পদ সংখ্যা: ৩২।

আবেদনের যোগ্যতা: তফসিলি ব্যাংকে প্রিন্সিপাল অফিসার/সমমানের পদে কমপক্ষে পাঁচ বছরের চাকরিসহ ব্যাংক কর্মকর্তা হিসেবে ১০ বছরের অভিজ্ঞতা থাকবে হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

বয়সসীমা: ২৫ মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ ৪৫ বছর।

বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা।

পদের নাম: সিস্টেম অ্যানালিস্ট

পদ সংখ্যা: ২।

আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কোনো সরকারি/স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী সিস্টেম অ্যানালিস্ট/প্রোগ্রামার/কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে অন্যূন তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: ২৫ মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ ৪০ বছর।

বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা।

পদের নাম: মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (হার্ড/নেট)

পদ সংখ্যা: ২।

আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড
ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কোনো সরকারি/স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার/সহকারী প্রোগ্রামার/সিনিয়র কম্পিউটার অপারেটর হিসেবে অন্যূন চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: ২৫ মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর।

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা অনলাইনে erecruitment.bb.org.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়